চালনা এম এম কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল্লাহ ফকিরের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
-
৪
বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার
খুলনার দাকোপের চালনা মোবারক মেমোরিয়াল ডিগ্রি কলেজের সাবেক প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম আব্দুল্লাহ ফকিরের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় চালনা এম এম ডিগ্রী কলেজ প্রাঙ্গনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তৃপ্তি রানী মন্ডলের সভাপতিত্বে এবং অধ্যাপক অহিদুজ্জামানের পরিচালণায় স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন কলেজ পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ শাহাজাহান মোল্ল্যা, শাহাবুদ্দিন মোল্ল্যা, জাহাঙ্গীর আলম মোল্ল্যা, অভিভাবক সদস্য ক্যামেলিয়া হোসেন,সাবেক অধ্যক্ষ মরহুম আব্দুল্লাহ ফকিরের বড় পুত্র বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মাদ আলী ফকির, ছোট পুত্র খুলনা বিশ^ বিদ্যালয়ের শিক্ষক ইকবাল হোসেন ফকির। স্মরণ সভায় অন্যান্যের মধ্যে স্মৃতিচরণ করেন চালনা এম এম ডিগ্রি কলেজের অধ্যাপক দুলাল রায়, অধ্যাপক আকুঞ্জী মোঃ রেজোয়ান আলী, অধ্যাপক শংকর কুমার সানা, অধ্যাপক নুর সাইদ প্রমুখ। স্মরণ সভা শেয়ে কলেজ মসজিদের পেশ ইমামের পরিচালনায় সাবেক প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম আব্দুল্লাহ ফকিরের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন