1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁধ নির্মাণে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা—শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঃ সুনামগঞ্জে শাল্লায়  হাওর  ফসল রক্ষা  বাধেরকাজের উদ্বোধন  কাজিপুরে পৌর ইন্জিনিয়ার কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা নন্দীগ্রামে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক সেমিনার “আমি শুধু দলের এমপি হতে চাই না, শেরপুরের প্রতিটি মানুষের এমপি হতে চাই”- হাফেজ রাশেদুল ইসলাম নরসিংদীতে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লাইসেন্স বিহীন সয়াবিন তেল ফ্যাক্টরিতে মোবাইল কোর্টে (এক লক্ষ টাকা) জরিমানা শাল্লায়  বুদ্ধিজীবী দিবস  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানহাঁটিতে শনিবার রাতে আয়োজিত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে অংশ নেন শেরপুর-৩ আসনের ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বাকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

বুটেক্সে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় টেক্সটাইল উদ্ভাবন ও গবেষণা প্রতিযোগিতা ‘টেক্সভার্স ২০২৫’

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মো: আল-আমীন আহমেদ, ঢাকা:

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) অনুষ্ঠিত হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় টেক্সটাইল উদ্ভাবন ও গবেষণা প্রতিযোগিতা ‘টেক্সভার্স ২০২৫’। দীর্ঘ ছয় বছর পর পুনর্গঠনের পর বুটেক্স সায়েন্স ক্লাব এই প্রতিযোগিতার আয়োজন করে।

গত ২৪ অক্টোবর, শুক্রবার দিনব্যাপী আয়োজনে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এর মূল উদ্দেশ্য ছিল দেশের তরুণ প্রজন্মকে টেক্সটাইল খাতে গবেষণা, উদ্ভাবন ও সৃজনশীল চিন্তাধারার প্রতি উৎসাহিত করা এবং শিক্ষার্থীদের গবেষণামুখী দক্ষতা বিকাশে সুযোগ করে দেওয়া।

দেশের প্রায় ৩০টি বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউশনের শিক্ষার্থীরা অংশ নেয় এই প্রতিযোগিতায়, যা ছয়টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়—পোস্টার প্রেজেন্টেশন, প্রজেক্ট এক্সিবিশন, আর্টিকেল রাইটিং, টেক্সটাইল অলিম্পিয়াড (সিনিয়র ও জুনিয়র ক্যাটাগরি), ভিডিও কম্পিটিশন এবং ট্রেজার হান্ট।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি)-এর সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. এনায়েত হোসেন, আইইবি’র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সাইদুর রহমান, আইটিইটি’র যৌথ আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ. টি. এম. শামসুদ্দিন খান, র‍্যাডিক্যাল ডিজাইন লিমিটেডের সিইও ইঞ্জিনিয়ার এ. কে. এম. মোহসিন আহমেদ এবং আরএইচ কর্পোরেশনের নির্বাহী পরিচালক এ. এস. এম. হাফিজুর রহমান নিক্সন।

বিচারকরা অংশগ্রহণকারীদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণামূলক উপস্থাপনার ভিত্তিতে মূল্যায়ন করেন। প্রতিটি বিভাগে চ্যাম্পিয়ন, প্রথম রানারআপ ও দ্বিতীয় রানারআপ ঘোষণা করা হয়।

পোস্টার প্রেজেন্টেশন: চ্যাম্পিয়ন—টিম ওয়াটার হায়াসিন্থ, প্রথম রানারআপ—টিম এমিথিস্ট, দ্বিতীয় রানারআপ—টিম ড্রপিং-২। প্রজেক্ট এক্সিবিশন: চ্যাম্পিয়ন—টিম এরিজ, প্রথম রানারআপ—টিম ইকোফ্লেইম পং, দ্বিতীয় রানারআপ—টিম গিয়ার সিফটার্স। টেক্সটাইল অলিম্পিয়াড (সিনিয়র): চ্যাম্পিয়ন—নাজরানা মেহনাজ দিবা, প্রথম রানারআপ—মো. সাদমান ওয়াসিফ, দ্বিতীয় রানারআপ—ইশতিয়াক আল আমিন। টেক্সটাইল অলিম্পিয়াড (জুনিয়র): চ্যাম্পিয়ন—চৌধুরী আজমিন মাহমুদ, প্রথম রানারআপ—মো. আবদুন নুর, দ্বিতীয় রানারআপ—মো. নূর হোসেন রাব্বি। ভিডিও কম্পিটিশন: চ্যাম্পিয়ন—টিম স্পানডেক্স, প্রথম রানারআপ—টিম পেপার উইভার্স

ট্রেজার হান্ট: চ্যাম্পিয়ন—মিস্ট্রি ভয়েজার্স, প্রথম রানারআপ—দ্য এজওয়াকার্স, দ্বিতীয় রানারআপ—টিম অরাম।

সমাপনী পর্বে উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন, “বাংলাদেশের টেক্সটাইল খাতে গবেষণার পরিমাণ এখনও তুলনামূলকভাবে কম। তাই দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণামুখী উদ্যোগে আরও এগিয়ে আসতে হবে।” তিনি তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হওয়ার আহ্বান জানান।

বুটেক্স সায়েন্স ক্লাবের মডারেটর এস. কে. মোহাম্মদ রাফি বলেন, “টেক্সভার্স ২০২৫ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের টেক্সটাইল গবেষণায় উৎসাহিত করার একটি নতুন যাত্রা শুরু হয়েছে।”

ক্লাবের সভাপতি মো. নাহিদ হাসান বলেন, “এই আয়োজন শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে সম্পৃক্ত করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভবিষ্যতেও আমরা এ ধারা অব্যাহত রাখব।”

দিনব্যাপী উৎসবমুখর আয়োজনে বুটেক্স ক্যাম্পাস ছিল প্রাণবন্ত। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণামুখী মনোভাব ও সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানটিকে দিয়েছে এক অনন্য মাত্রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট