1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর আলোকবালী ইউনিয়নের অশান্তির সৃষ্টির অন্যতম কারিগর বুটেক্সে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় টেক্সটাইল উদ্ভাবন ও গবেষণা প্রতিযোগিতা ‘টেক্সভার্স ২০২৫’ সরিষাবাড়ীতে কর্মী সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মেট্রোরেল দুর্ঘটনায় নিহত পরিবার পাবে ক্ষতিপূরণ ঝিনাইগাতীতে রাস্তা সংস্কারের অনুমোদন হওয়ায় এলাকাবাসীর উচ্ছ্বাস খুলনা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে তারেক রহমানের বৈঠক কাল সকল নাগরিকের সম্মানজনক নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য সর্বজনীন পেনশন স্কিম -মন্ত্রিপরিষদ সচিব কেসিসিতে কোভিড রেসপন্স এন্ড রিকোভারি প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে উত্তরায় সচেতনতামূলক মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত এক্সেকিউটি ম্যাজিস্ট্রেট, নেতৃত্বে অভিযান, ক্ষতিকর কেমিক্যাল খাদ্যদ্রব্য উৎপাদন ফ্যাক্টরিতে।

মেট্রোরেল দুর্ঘটনায় নিহত পরিবার পাবে ক্ষতিপূরণ

মোঃ সাঈম খান
  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

মেট্রোরেল দুর্ঘটনায় নিহত পরিবার পাবে ক্ষতিপূরণ

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত ব্যক্তির পরিবারের দায়িত্ব নেবে মেট্রোরেল কর্তৃপক্ষ। নিহতের পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান করা হবে এবং যদি পরিবারের কোনো সদস্য কর্মক্ষম হন, তবে তাকে মেট্রোরেলে চাকরির সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, “নিহতের পরিবারের সব দায়ভার মেট্রোরেল কর্তৃপক্ষ নেবে। তাদের পাশে থেকে পূর্ণ সহযোগিতা করা হবে। আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী আবুল কালাম (৩২) নামে এক যুবক নিহত হন। তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

ঘটনার পর কিছু সময়ের জন্য ওই এলাকায় মেট্রো ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। এ দুর্ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে এবং নাগরিকরা নির্মাণ কাজের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন।

সরকারি সূত্রে জানা গেছে, দুর্ঘটনাস্থলের বিয়ারিং প্যাডটি পুরনো ছিল কি না বা রক্ষণাবেক্ষণে কোনো ত্রুটি ছিল কি না, তা তদন্তে গুরুত্বের সঙ্গে দেখা হবে। একইসঙ্গে ভবিষ্যতে এমন দুর্ঘটনা ঠেকাতে নিয়মিত পরিদর্শন জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতের পরিবারের জন্য তাৎক্ষণিক সহায়তা প্রদান করা হচ্ছে এবং তাদের পাশে থেকে সব ধরনের আইনি ও আর্থিক সহায়তা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট