1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইগাতীতে রাস্তা সংস্কারের অনুমোদন হওয়ায় এলাকাবাসীর উচ্ছ্বাস খুলনা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে তারেক রহমানের বৈঠক কাল সকল নাগরিকের সম্মানজনক নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য সর্বজনীন পেনশন স্কিম -মন্ত্রিপরিষদ সচিব কেসিসিতে কোভিড রেসপন্স এন্ড রিকোভারি প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে উত্তরায় সচেতনতামূলক মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত এক্সেকিউটি ম্যাজিস্ট্রেট, নেতৃত্বে অভিযান, ক্ষতিকর কেমিক্যাল খাদ্যদ্রব্য উৎপাদন ফ্যাক্টরিতে। সুন্দরবনের ডাকাত রাঙ্গা বাহিনীর প্রধান অস্ত্রসহ আটক স্টাডি অ্যাব্রোড ফেয়ার ২০২৫: বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে শিক্ষার্থীদের আগ্রহে উৎসবমুখর মেলা ধর্মপাশায় সড়ক জনপদের ১০ কিলোমিটার রাস্তার বেহাল দশায় জনগণের ভোগান্তি ১৩ কোটি টাকা অনুমোদন  ৩ নং ভাটরা ইউনিয়ন বি এন পি কর্তৃক আয়োজিত মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়

ঝিনাইগাতীতে রাস্তা সংস্কারের অনুমোদন হওয়ায় এলাকাবাসীর উচ্ছ্বাস

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি মারুফ হাসান নাঈম 

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সদর বাজারের ভূমি অফিস ও মসজিদ রোড মোড় থেকে ধানহাটি মোড় পর্যন্ত রাস্তার বেহাল দশা নিয়ে সংবাদ প্রকাশের পর অবশেষে রাস্তার উন্নয়নের অনুমোদন হয়েছে। এতে এলাকাবাসীর মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।

জানা গেছে, ১৯৮৪ সালে ঝিনাইগাতী উপজেলা প্রতিষ্ঠার পর ইটের সলিং দিয়ে প্রথম রাস্তাটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। এরপর দীর্ঘ সময় কোনো সংস্কার না হওয়ায় রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে থাকে। একবার দায়সারা মেরামত করা হলেও তাতে কোনো সুফল মেলেনি। বর্ষা মৌসুমে রাস্তা দিয়ে যানবাহন ও পথচারীদের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে, ফলে সৃষ্টি হয় চরম ভোগান্তির।

সম্প্রতি এই বিষয়ে এ প্রতিনিধির প্রতিবেদনের পর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় ১৪৩১ সালের হাটবাজার ইজারার খাত থেকে ১০ শতাংশ হারে ১৬ লাখ ৯০ হাজার টাকা রাস্তার সংস্কারের জন্য বরাদ্দ অনুমোদন করা হয়। টেন্ডার প্রক্রিয়া শেষে দ্রুত কাজ বাস্তবায়নের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এ খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মাঝে আনন্দের জোয়ার নেমে আসে। তারা বলেন, এই রাস্তার কারণে আমরা বহু বছর ধরে কষ্টে ছিলাম। এখন অনুমোদন পাওয়ায় আমরা উপজেলা প্রশাসন ও ইউএনও স্যারকে ধন্যবাদ জানাই।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল বলেন, রাস্তাটির অনুমোদন দেওয়া হয়েছে। খুব শিগগিরই টেন্ডারের মাধ্যমে উন্নয়নকাজ শুরু হবে। এছাড়া বাজারের ময়লা-আবর্জনা পরিষ্কারের জন্য দুটি ট্রলি গাড়ি ক্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট