
প্রেরণ,নাজির খান নারায়ণগঞ্জ প্রতিনিধি,
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের, মোঃ তরিকুল ইসলাম সহকারী কমিশনার ও এক্সিকিউটি ও ম্যাজিস্ট্রেট, RAB ১১,ও পুলিশের যৌথ অভিযানে , নারায়ণগঞ্জ, ফতুল্লা, শিবুর মার্কেট পূর্ব সস্তা পুর এলাকায়, ২৬/১০/২০২৫, বেলা দুইটার সময় ,
গোপন সূত্রে খবর পেয়ে,, এডজেক্টিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রেব ও পুলিশের সহযোগিতায়, মোহাম্মদ ওয়াহিদ মিয়ার প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে, ক্ষতিকর কেমিক্যাল দ্বারা খাদ্যদ্রব্য উৎপাদন ও বিক্রয়ের অপরাধে, মালামাল জব্দ করে, নিরাপদ খাদ্য আইনে, মামলা নম্বর ১০৪/২০২৫,, মোঃ ওয়াহিদ কে, নিরাপদ খাদ্য আইন ,২০১৩এর ৩৯ধারায় ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০,০০০,এক লক্ষ অর্থদণ্ড প্রদান করা হয়,
এবং তার প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়,
জব্দকৃত মালামাল, পুলিশ RAB,এর হেফাজতে, গাড়ি দিয়ে নিয়ে নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে, ভেজালকৃত কেমিক্যাল এর সকল মালামাল ধ্বংস করে দেওয়া হয়, সহকারী কমিশনার, ও এক্সিকিউটি ম্যাজিস্ট্রেটের এর উপস্থিতিতে।