অনূর্ধ্ব–১৪ ক্রিকেটে ফেনী থেকে প্রথম স্থান অর্জন করল নাফিজ আহমেদ
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
-
১২
বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত ২০২৫–২৬ মৌসুমের প্রস্তাবিত ক্যালেন্ডার অনুযায়ী বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই কার্যক্রমের অংশ হিসেবে অক্টোবর–২০২৫ মাসে অনূর্ধ্ব–১৪, অনূর্ধ্ব–১৬ ও অনূর্ধ্ব–১৮ বিভাগে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।এই বাছাইয়ে ফেনী ভিক্টোরিয়া একাডেমির উদীয়মান ক্রিকেটার নাফিজ আহমেদ অনূর্ধ্ব–১৪ বিভাগে প্রথম স্থান অর্জন করে জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। নাফিজের এই সাফল্যে ফেনী জেলার ক্রীড়াঙ্গনে আনন্দ ও গৌরবের আমেজ ছড়িয়ে পড়েছে।বিসিবির নিয়ম অনুযায়ী, অনূর্ধ্ব–১৪, অনূর্ধ্ব–১৬ ও অনূর্ধ্ব–১৮ বিভাগে বাছাইয়ে বিজয়ী খেলোয়াড়দের নিয়ে চট্টগ্রাম জেলা দল গঠন করা হবে। নাফিজ আহমেদের এই অর্জন তাকে চট্টগ্রাম জেলাদলে জায়গা করে নেওয়ার সম্ভাবনা উজ্জ্বল করেছে।উল্লেখ্য, নাফিজ আহমেদ দৈনিক স্টার লাইন পত্রিকার কুয়েত প্রতিনিধি শেখ নাছির উদ্দিনের পুত্র।আমরা কুয়েত প্রবাসী প্রতিভাবান ক্রিকেটার নাফিজ আহমেদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন