1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত ২ হাজার ৩২৬ শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান, দেওয়া হলো বিশেষ অ্যাওয়ার্ড শিশু বলাৎকার কি দেশে কাদের মাধ্যমে বাড়ছে প্রতিনিয়ত ঝিনাইগাতীতে শিক্ষক ও কর্মচারী কল্যাণ পরিষদের বার্ষিক সভা অনুষ্ঠিত বাকৃবিতে নবনিযুক্ত নিরাপত্তা রক্ষীদের নতুন ইউনিফর্ম বিতরণ আইইউবিএটিতে অনুষ্ঠিত ‘ক্যারিয়ার ফেস্টিভ্যাল ২০২৫’—তরুণদের চাকরির স্বপ্নের সেতুবন্ধন বাংলাদেশ স্কাউটসে তিন শাখার সর্বোচ্চ অ্যাওয়ার্ড বিতরণ সম্পন্ন রূপসায় পুলিশ সদস্যের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা আমরা প্রতিটি ঘরে ঘরে ভলেন্টিয়ার তৈরি করছি’ এ্যাডভোকেট আবু বকর ছিদ্দিক বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় ঝিনাইগাতীতে কৃষকদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সময়সীমা পার, পিআইসি-গণশুনানির খবর নেই: শাল্লার কৃষকরা শঙ্কিত

পঞ্চগড়ের আটোয়ারীতে কাজির পরিবার কল্যাণ সমবায় সমিতির শুভ উদ্বোধন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

স্পেশাল প্রতিনিধি পঞ্চগড় জেলা: সুকুমার বাবু দাস               পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার ছোটদাপ এলাকায় গত ২২ অক্টোবর বুধবার রাত ৮টা ৩০ মিনিটে “ছোটদাপ কাজির পরিবার কল্যাণ সমবায় সমিতি”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা কৃষক দলের সদস্য সচিব জনাব মোঃ মোকসেদ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী ফিতা কেটে সমবায় সমিতির কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমিতির সভাপতি কাজী মোঃ হাফিজুল ইসলাম। সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ অন্যান্য অতিথিরা একসঙ্গে ফিতা কেটে উদ্বোধনের মুহূর্তটিকে স্মরণীয় করে তোলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আটোয়ারী মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ মানিক হোসেন।প্রধান অতিথি মোঃ মোকসেদ আলী তার বক্তব্যে বলেন,এই সমবায় সমিতি ছোটদাপ কাজি পরিবারের ঐক্য, সহযোগিতা ও অর্থনৈতিক উন্নয়নের নতুন দিগন্ত খুলে দেবে। সমাজে পারস্পরিক সহমর্মিতা, সততা ও পরিশ্রমের ভিত্তিতে কাজ করলে একদিন এই সংগঠন হবে এলাকার উন্নয়নের রোল মডেল।

তিনি আরও প্রতিশ্রুতি দেন,
আমি সবসময় এই সমবায় সমিতির পাশে থাকব। সংগঠনের যেকোনো উন্নয়নমূলক উদ্যোগে পরামর্শ, সহযোগিতা ও প্রয়োজনে আর্থিক সহায়তা দিতে আমি সর্বদা প্রস্তুত। ছোটদাপ কাজি পরিবারের ঐক্যের এই উদাহরণ আটোয়ারী উপজেলায় অনুপ্রেরণার উৎস হবে।

সমিতির সভাপতি কাজী মোঃ হাফিজুল ইসলাম বলেন,
ছোটদাপ কাজির পরিবারকে সংগঠিত করে সমাজে ঐক্য ও কল্যাণ প্রতিষ্ঠার লক্ষ্যেই আমরা এই সমবায় সমিতি গঠন করেছি। পরিবারের প্রতিটি সদস্য যেন স্বনির্ভর, সচেতন ও সমাজসেবামূলক কাজে সম্পৃক্ত হতে পারে সেই লক্ষ্যে আমরা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি।

বক্তারা আরও বলেন,
ছোটদাপ কাজির পরিবার কল্যাণ সমবায় সমিতি এলাকার মানুষের সামাজিক ও আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা ঐক্য, সততা ও পরিশ্রমের মাধ্যমে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. মোহাম্মদ আবুল কাশেম, সাবেদুল ইসলাম, ইউসুফ আলী, ইউপি সদস্য আব্দুস সাত্তার, ইব্রাহিম আলী, দেলোয়ার হোসেন, এবং সোনালী ব্যাংকের সাবেক ক্যাশিয়ার আজিজুল ইসলাম প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সমবায় সমিতির সার্বিক সফলতা কামনা করে বৃক্ষরোপণ কর্মসূচি, রাস্তা পরিদর্শন ও নৈশভোজের আয়োজন করা হয়।

জননেতা মোঃ মোকসেদ আলী তার বক্তব্যের শেষাংশে সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন,ছোটদাপ কাজির পরিবার কল্যাণ সমবায় সমিতি শুধু একটি সংগঠন নয়, এটি হবে সহযোগিতা, উন্নয়ন ও সামাজিক বন্ধনের প্রতীক হয়ে দাঁড়াবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট