খানপুর সিকিউরিটি গার্ড কে বাসায় থেকে তুলে নিয়ে হত্যা
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
-
৬
বার পড়া হয়েছে

মোহাম্মদ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
20 অক্টোবর রোজ সোমবার, দুপুরে,২,৩০ মিনিটে, খানপুর ব্রাঞ্চ রোড জিতু ভিলা মজিদ, সাহেবের , সিকিউরিটি, গার্ড মোহাম্মদ হানিফ, ৩৫, পিতা, মোঃ আবুল কালাম অনুমানিক ২:৩০ মিনিটে, মোবারক সাহেবের বাড়ির থেকে, তুলে নিয়ে খানপুর জোড়া পানির টাংকির পাশে, এলোপাতি ভাবে আঘাত করে অজ্ঞান অবস্থায় ফেলে দিয়ে যায়, অদ্য এলাকার কিছু সন্ত্রাসকারীরা,
পরবর্তীতে এলাকার চলমান জনসাধারণ, তাহাকে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করে দিয়ে যায়, ২,৩০মি,
তাহার প্রেপেক্ষিতে, রাত্র ১০ ঘটিকার সময় মোঃ হানিফ খানপুর ২০০ শয্যা হসপিটালেই মারা যান,
তার পিতা আবুল কালাম জানান, আমার ছেলে কোন অন্যায় করেনি, এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তিবর্গের সন্তানরা, তাহাকে জোর করে বাসা থেকে ধরে নিয়ে তাহাকে অস্বাভাবিক ভাবে হাত ও পায়ে বিভিন্ন স্থানে আঘাতের মাধ্যমে, আঘাতের কারণে তার ছেলে মৃত্যুবরণ করে,
হানিফ এর মৃত্যু কে মিথ্যা অপবাদ দিয়ে, শিশু ধর্ষণের অপবাদ দিয়ে, মৃত্যুকে অন্যদিকে প্রবাহিত করে , গণ পিঠানি তে মারা গেছে বলে আখ্যায়িত করছেন, প্রকৃতি হত্যাকারীরা।
এসব কথাটি বলেছেন, তাহারি ভাই হযরত আলী, ও ইব্রাহিম।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন