ঝিনাইগাতীতে ভূমি অফিসে জেলা প্রশাসকের পরিদর্শন
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
-
১
বার পড়া হয়েছে

ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি মারুফ হাসান নাঈম
ভূমি অফিস দালালমুক্ত রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) তরফদার মাহমুদুর রহমান। সোমবার সকালে ঝিনাইগাতী উপজেলার গৌরিপুর ও নলকুড়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।
জেলা প্রশাসক বলেন, ভূমি অফিসে আসা সাধারণ মানুষ যেন কোনো প্রকার হয়রানির শিকার না হয়, এটাই আমাদের মূল লক্ষ্য। ভূমি সেবা নিতে এসে কেউ যেন দালালের কাছে যেতে বাধ্য না হয়, তা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, সরকার ভূমি সেবা এখন মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চায়। এজন্য মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পরিদর্শন শেষে তিনি ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রাণী ভৌমিক, নায়েব রুকনুজ্জামান, এবং সংশ্লিষ্ট ভূমি অফিসের কর্মকর্তারা।
অন্যদিকে বিকেলে ঝিনাইগাতী বাজারের মুরগির বাজার স্থানান্তর কার্যক্রম পরিদর্শন করেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদ হাসান প্রিন্স। তিনি বাজার স্থানান্তর উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেন এবং সঠিক সিদ্ধান্তের জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন