ঝিনাইগাতী উপজেলা পরিষদ ভবনকে নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
-
৮
বার পড়া হয়েছে

ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি মারুফ হাসান নাঈম
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা পরিষদ জরাজীর্ণ পুরাতন ভবন থেকে নতুন ভবনে কার্যকম শুরু হযেছে । সরকারী অধিদপ্তর গুলো পুরাতন ভবন থেকে নতুন ভবনে স্থানান্তর হয়ে অফিসের কার্যক্রম শুরু করে জনসাধারণের সেবা প্রদান করে আসছে । নতুন ভবনকে আরো সৌন্দর্য মন্ডিত করতে চারদিকে বাউন্ডারি ওয়াল ও পরিষদের সামনে আকর্ষণীয় পানির ঝর্ণার কাজ শুরু হয়েছে।
উপজেলা পরিষদের বিস্তীর্ণ মাঠে বিভিন্ন প্রজাতের সারি সারি গাছ রোপন করা হয়েছে । উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলমের উদ্যোগে নতুন উপজেলা পরিষদের সৌন্দর্য মন্ডিত কাজ শুরু হয় । এ ব্যাপারে ইউএনও আশরাফুল আলম রাসেল জানান নিরাপত্তার জন্যে বাউন্ডারি ওয়াল ও আধুনিকায়ন করার জন্যে পানির ঝর্ণার কাজ সহ অন্যান্য কাজ করা হচ্ছে । শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান মহোদয় পানির ঝর্ণার কাজ শেষ হলে শুভ উদ্বোধন করবেন বলে জানান ।
তিনি আরো বলেন এখানে আপনারা থাকবেন সবাই মিলেমিশে সৌন্দর্য উপভোগ করবেন । দৃষ্টি আকর্ষণ করার মতো উপজেলা পরিষদকে আরো সৌন্দর্য মন্ডিত করে গড়ে তোলার জন্যে চেষ্টা করবেন বলে জানান ।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন