1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু বলাৎকার কি দেশে কাদের মাধ্যমে বাড়ছে প্রতিনিয়ত ঝিনাইগাতীতে শিক্ষক ও কর্মচারী কল্যাণ পরিষদের বার্ষিক সভা অনুষ্ঠিত বাকৃবিতে নবনিযুক্ত নিরাপত্তা রক্ষীদের নতুন ইউনিফর্ম বিতরণ আইইউবিএটিতে অনুষ্ঠিত ‘ক্যারিয়ার ফেস্টিভ্যাল ২০২৫’—তরুণদের চাকরির স্বপ্নের সেতুবন্ধন বাংলাদেশ স্কাউটসে তিন শাখার সর্বোচ্চ অ্যাওয়ার্ড বিতরণ সম্পন্ন রূপসায় পুলিশ সদস্যের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা আমরা প্রতিটি ঘরে ঘরে ভলেন্টিয়ার তৈরি করছি’ এ্যাডভোকেট আবু বকর ছিদ্দিক বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় ঝিনাইগাতীতে কৃষকদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সময়সীমা পার, পিআইসি-গণশুনানির খবর নেই: শাল্লার কৃষকরা শঙ্কিত নন্দীগ্রামে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তির কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়

সারদায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট : প্রধান অতিথি আনোয়ার হোসেন উজ্জল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

বেলাল হোসেন রাজশাহী :

রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ মহাবিদ্যালয় কলেজ মাঠে সারদা তরুণ সংঘের উদ্যোগে শুক্রবার (১৭ অক্টোবর) রাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইউনূস তালুকদার।
প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সম্পাদক, রাজশাহী–৬ (চারঘাট–বাঘা) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মো. আনোয়ার হোসেন উজ্জল।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন উজ্জল সকলের উদ্দেশ্যে বলেন, “খেলাধুলা মানুষকে সুস্থ শরীর ও প্রফুল্ল মন দেয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেও বলেছেন—সুস্থ দেহে সুস্থ মন গঠনের জন্য খেলাধুলা অপরিহার্য। পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হতে হবে। বর্তমান সমাজে তরুণদের নেশামুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই।”

উদ্বোধনী বক্তব্য শেষে প্রধান অতিথির পায়ের কিকে শুরু হয় উদ্বোধনী ম্যাচ। খেলার শুরু থেকেই মাঠজুড়ে ছিল দর্শকদের উচ্ছ্বাস আর করতালির গর্জন। সারদা তরুণ সংঘ মাঠে আলোর ঝলকানিতে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। স্থানীয় তরুণ-যুবক, ক্রীড়াপ্রেমী ও দর্শকদের ভিড়ে পুরো মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে।

উদ্বোধনী খেলায় অংশ নেয়া দুই দলের মধ্যে ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা ও স্পোর্টসম্যানশিপের অনন্য উদাহরণ। টুর্নামেন্টের আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে তরুণ প্রজন্ম খেলাধুলার মাধ্যমে গড়ে ওঠে দেশপ্রেমিক ও নেশামুক্ত নাগরিক হিসেবে।

উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মুরাদ পাশা,
উপজেলার সাবেক সিনিয়র সভাপতি মো. আকবর হোসেন সরকার, উপজেলা সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবন, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মতলেবুর রহমান, চারঘাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিতুল,
পৌর সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জহুর,
চারঘাট পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মো. রাশেদুজ্জামান তিতাস, পৌর সদস্য সচিব মো. শামীম ইসলাম এবং সারদা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জাহিদুল ইসলাম রিংকু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট