ফুলপুরে তারাকান্দা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিব হাসান মাজহারুল পুলিশের হাতে গ্রেপ্তার
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
-
৩৬
বার পড়া হয়েছে

রবিউল হক বাবু ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিব হাসান মাজহারুলকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশের গোয়েন্দা সূত্রে জানা যায়, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাকিব হাসান মাজহারুলকে ফুলপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় রাকিব হাসান মাজহারুলের সঙ্গে আরও দুজন সহযোগী ছিলেন। পুলিশের অভিযান টের পেয়ে তারা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পলাতক দুই সহযোগীকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে ।
এব্যাপারে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন