1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলপুরে ১০ দিনের ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ-মহিলা)- সফল সমাপ্তি ও সনদপত্র এবং পুরস্কার বিতরণ নারায়ণগঞ্জ বন্দর ২২ নং ওয়ার্ড নুরবাগ এলাকা থেকে মসজিদ কমিটি অভিযান নন্দীগ্রামে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া  কালিনগর ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ শেরপুরে ফাঁদ পেতে পাখি হত্যার অভিযোগে ২ জনকে আটকের পরে মুচলেকায় মুক্তি নরসিংদীতে আবারও ভূমিকম্প — বিকেল ৪টা ১৫ মিনিটে কেঁপে উঠল জেলা নন্দীগ্রামে ধান ৩৪ টাকা ও চাল ৫০ টাকায় কিনবে সরকার ঝিনাইগাতিতে ব্র্যাকের একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ‘২৭তম বুনিয়াদি প্রশিক্ষণ’ সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠিত ২৮নভেম্বর কুমিল্লায় আসছেন জৈনপুরী পীর আল্লামা শাহ্সুফি ফাররুখ ছেয়ার সিদ্দিকী আল কুরাইশী

আসন্ন রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

বেলাল হোসেন  রাজশাহী প্রতিনিধি :

রাকসু নির্বাচনকে সুষ্ঠ ও কাংখিত করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব’ সভাপতিত্বে আজ সোমবার বিকেলে রাবি মিলনায়তনে আয়োজিত সভায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ কমিশনার বলেন, “রাকসু নির্বাচন একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক অনুশীলন। নির্বাচন যেন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সেই লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অধীনে পুলিশ মূল দায়িত্ব পালন করবে এবং র‍্যাব ও বিজিবি সহযোগী হিসেবে দায়িত্বে থাকবে।” তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারগুলোসহ অভ্যন্তরে সিসি ক্যামেরা স্থাপনের জন্য অনুরোধ করেন। পুলিশের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি সদস্যরাও দায়িত্ব পালন করবেন। নির্বাচনী সরঞ্জাম আনা-নেওয়ার জন্য বিশেষ নিরাপত্তা টিম কাজ করবে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ও বাইরে পুলিশের টহল টিম, র‍্যাব এবং বিজিবি সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।”
পুলিশ কমিশনার মহোদয় আরো জানান, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। তিনি উপাচার্য মহোদয়কে নির্বাচন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিটি পদক্ষেপে শিক্ষক সমন্বয়কারী রাখার অনুরোধ জানান। এছাড়া, গুজব প্রতিরোধে আরএমপির সাইবার ক্রাইম ইউনিট প্রস্তুত রয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একটি সোশ্যাল মিডিয়া মনিটরিং টিম গঠনের পরামর্শ দেন।
তিনি আরও বলেন, “হল তল্লাশির পর বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে হল প্রশাসনের পাশাপাশি আরএমপি সতর্ক অবস্থানে থাকবে। যাতায়াত নির্বিঘ্ন রাখতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাকসু নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।”
সভা শেষে পুলিশ কমিশনার মহোদয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট