কাজিপুরে যুবলীগ নেতা রনি সিকদারের উপর আনিত চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করলেন
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
-
৭
বার পড়া হয়েছে

শ্পেশাল প্রতিনিধিঃ-মোঃআব্দুর রহিম
গত ৭ অক্টোবর কাজিপুরের রৌহাবাড়ীর চৌরাস্তা বাসস্ট্যান্ডে সংঘটিত স্বেচ্ছাসেবক দলের নেতা জুয়েল রানা ও যুবলীগ নেতা রনি শিকদারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিভিন্ন পত্র পত্রিকা সহ ফেসবুকে অনলাইনে প্রকাশিত সংবাদে যুবলীগ নেতা রনি সিকদার উপর আনা অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন রনি সিকদার। তিনি বলেন সমাজে আমাকে এবং আমার পরিবারকেও হেও প্রতিপন্ন করার লক্ষ্যে কুচক্রী মহল বিশেষ উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক তথ্য সাংবাদিকদের প্রদান করে এই মন গড়া সংবাদপ্রকাশ করেছে।তিনি জানান প্রকৃতপক্ষে ঐদিন সোনামুখী মেলা যাওয়ার উদ্দেশ্যে আমার বাড়ি থেকে রৌহা বাড়ি চারমাথা বাস স্ট্যান্ন্ডেআসার পর আংশিক গোলযোগ শুনতে পাই। পরে বিষয়টা আমি জানার চেষ্টা করি। এই জানার চেষ্টা করার ফলে ভুক্তভোগী ফেরদৌস আলম স্বেচ্ছাসেবক দলের নেতা জুয়েল রানার সাথে আমাকে জড়িয়ে প্রথমে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে, পরে কাজিপুর থানায় ফেরদৌস আলম বাদী হয়ে অভিযোগ দায়ের করেছে । এ বিষয়ে গত ১২ অক্টোবর সাংবাদিকগণ ঘটনাস্থল রৌহাবাড়ী চৌরাস্তা মোড়ের বেশ কিছু ব্যবসায়ীকে ওই ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করলে ব্যবসায়ীরা রনিকে নির্দোষ দাবি করে। এমন কি ঐ ঘটনার সাথে রনি সিকদার জড়িত নয় বলে উল্লেখ করেন।
রৌহাবাড়ি বাজারে ব্যবসায়ী বকুল মিয়া জানান ফেরদৌস আমার কাছ থেকে টাকা নিয়ে কাকে দিয়েছে বলতে পারবো না।
অপরদিকে এই অভিযোগ বিষয়ে কাজিপুর থানার তদন্ত কর্মকর্তা এস আই মাহমুদ আরো বিস্তারিত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন