আশা নিরাশার অবসান ঘটিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়েছে নরসিংদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ২০২৫
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
-
৭
বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার : মোঃ আল আমিন
অভিযান নিউজ টিভি ২৪/৭
নরসিংদীতে নতুন তারিখে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ২০২৫
নরসিংদীতে স্থগিত হওয়া ঐতিহ্যবাহী নৌকা বাইচ ২০২৫ এর নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। এবার এই মহাসমারোহে আয়োজন অনুষ্ঠিত হবে আগামী ২৫ অক্টোবর শনিবার দুপুরে।
হাজীপুর থেকে সদর মেঘনা সেতু পর্যন্ত এই প্রতিযোগিতার আয়োজন করছে নরসিংদী জেলা প্রশাসন।
নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বর্তমান সভাপতি রাশেদুল হাসান রিন্টু সিআইপি বলেন ২৭ সেপ্টেম্বরের পরিবর্তে ২৫ অক্টোবর নৌকা বাইচ অনুষ্ঠিত হবে। নতুন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধান করছেন।
প্রসঙ্গত, আগে জেলা প্রশাসক রাশেদ হোসেন চৌধুরীর আকস্মিক বদলির কারণে অনুষ্ঠানটির পূর্বনির্ধারিত তারিখ স্থগিত করা হয়েছিল। এখন নতুন প্রশাসকের উদ্যোগে আবারও প্রাণ ফিরে পাচ্ছে নরসিংদীর ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ।
মেঘনা দরিয়ায় অংশ নেবে জেলার বিভিন্ন ইউনিয়ন ও উপজেলার অসংখ্য নৌকা দল। নদীপাড় জুড়ে এখন থেকেই উৎসবের আমেজ বইছে। প্রকৃতিকে সাজানো হবে প্রকৃতিরই নিজস্ব সৌন্দর্যের মাধুরীতে। ইতোমধ্যে নৌকা বাইচকে কেন্দ্র করে শহর জুড়ে চলছে টানটান উওেজনা ও আনন্দের ঝর্ণাধারা।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন