নরসিংদীর রায়পুরা হাসনাবাদ বাজারে ঊষধের দোকানের ভিতরে নাবালিকা কে ধর্ষণের চেষ্টা,মামলায় পুলিশের তাল-বাহানা,
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
-
৪
বার পড়া হয়েছে

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি নরসিংদী ।
ঘটনাঃ-২২/০৯/২০২৫ ইং রোজঃ-সোমবার, সকাল ০৯ ঘটিকায়, স্থানঃ- হাসনাবাদ বাজারস্থ ধর্ষণের চেষ্টা কারির ফার্মেসী দোকান ঘরের ভিতরে । নুসরাত জাহান নোহা(১২) প্রতিদিনের ন্যায় ফার্মেসী দোকান ঘড় । পরিস্কার,ও,মোছার কাজ করতে গেলে,ফার্মেসীতে থাকা মালিকের ছেলে মোঃ নাদিম (৩৫)সু কৌশলে দরজা বন্ধ করে । নুসরাত জাহান নোহা কে একা পেয়ে ধর্ষণের চেষ্টায় লিপ্ত হয়ে জোর পৃবক শ্বীলতা হানির চেষ্টা করতে শরিলের কাপর খুলিয়াঅপ্রিতিকর স্থানে হাত বুলানো চুমা ও ধস্তাধস্তি শুরু করে ।লম্পঠ নাদিম তাহার অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য । নুসরাত জাহান নোহা নিজেকে বাঁচাতে ডাক চিৎকার
করিলে আশে পাশের লোকজন আসিয়া ঘটনা স্থল থেকে নাবালিকা কন্যা কে উদ্ধার করে । উক্ত ঘটনার কথা কাউকে না বলার জন্য ভয়ভীতি ও হুমকি ধামকি প্রদান করতে থাকে । মোঃ নাদিম মিয়া পিতাঃ মোঃ দানিছ মিয়া সাং-হাসনাবাদ বাজার,উপজেলাঃ- রায়পুরা,জেলাঃ- নরসিংদী । উক্ত ঘটনার বিষয়ে নুসরাত জাহান নোহার বাবা জানতে পারিয়া রায়পুরা থানায় একটি নারী ও শিশু পিটিশন মামলা নং-২২৮/২০২৫ দায়ের করেন । নুসরাত জাহান নোহার পিতা , নাজমুল হক পিতাঃ-আঃ বাতেন সাং গজারিয়া,উপজেলাঃ-পলাশ,জেলাঃ নরসিংদী । সরজমিনে গিয়ে জানা যায় যে নুসরাত জাহান নোহা , নাদিম মিয়ার বাড়ীতে গৃহ পরিচারিকার কাজ করে মাসিক ২০০০ টাকা বেতনে । দুই মাস যাবত,নাবালিকা কন্যার মা বর্তমান বিদেশে অবস্থান করতেছে । বাবা নাজমুল হক ,পাওয়ালুম টেক্সটাইল মেসিনে কাজ করে । গরিব ও অসহায় বলে একমাত্র মেয়ে কে কাজ করতে দেয় । নুসরাত জাহান নোহার ধর্ষণের চেষ্টা কারি নাদিমের পিতাঃ দানিছ মিয়া স্থানিয় বিএনপির প্রভাব শালী নেতা হওয়ায় । উক্ত শ্বীলতাহানীর ঘটনা কে ভিন্নখাতে ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে ।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন