হিজলায় গৃহবধূর ওপর স্বামীর নৃশংসতা
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
-
২৬
বার পড়া হয়েছে

হিজলা প্রতিনিধি, আলমগীর হোসেন
বরিশালের হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের আবদা গ্রামে স্বামীর নির্যাতনে গুরুতর আহত হয়েছেন দুই সন্তানের জননী আয়েশা বেগম। অভিযোগ উঠেছে, তার স্বামী লিটন রাড়ী (কাশেম বাড়ির ছেলে) দীর্ঘদিন ধরে তাকে শারীরিকভাবে নির্যাতন করে আসছেন।পরিবার সূত্রে জানা যায়, বিবাহের পর থেকেই লিটন প্রায়ই স্ত্রী আয়েশার উপর অমানবিক নির্যাতন চালাতেন। সর্বশেষ গত ২৭ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লিটন রাড়ী আয়েশাকে এলোপাতাড়ি পেটাতে শুরু করেন। এতে আয়েশার হাত-পা ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় কাতরাচ্ছেন।আয়েশা বেগমের বাবা আবদুল জলিল জানান, “মেয়ের সুখের জন্য আমি দুই লক্ষ টাকার গাছ বিক্রি করে জামাতাকে দিয়েছি। এছাড়াও বিভিন্ন সময়ে আরও বহু টাকা দিয়েছি। এত কিছু করার পরও আমার মেয়েকে সে এইভাবে পিটিয়ে আহত করেছে। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।”এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা লিটন রাড়ীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন