1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলপুরে ১০ দিনের ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ-মহিলা)- সফল সমাপ্তি ও সনদপত্র এবং পুরস্কার বিতরণ নারায়ণগঞ্জ বন্দর ২২ নং ওয়ার্ড নুরবাগ এলাকা থেকে মসজিদ কমিটি অভিযান নন্দীগ্রামে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া  কালিনগর ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ শেরপুরে ফাঁদ পেতে পাখি হত্যার অভিযোগে ২ জনকে আটকের পরে মুচলেকায় মুক্তি নরসিংদীতে আবারও ভূমিকম্প — বিকেল ৪টা ১৫ মিনিটে কেঁপে উঠল জেলা নন্দীগ্রামে ধান ৩৪ টাকা ও চাল ৫০ টাকায় কিনবে সরকার ঝিনাইগাতিতে ব্র্যাকের একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ‘২৭তম বুনিয়াদি প্রশিক্ষণ’ সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠিত ২৮নভেম্বর কুমিল্লায় আসছেন জৈনপুরী পীর আল্লামা শাহ্সুফি ফাররুখ ছেয়ার সিদ্দিকী আল কুরাইশী

ময়মনসিংহের তরুণদের কণ্ঠে জলবায়ু বার্তা: ‘Voices of Climate’ ফ্ল্যাশমবের মাধ্যমে স্থানীয় দাবি বিশ্ব মঞ্চে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: মো: আল-আমীন আহমেদ

ময়মনসিংহ, ৭ অক্টোবর, মঙ্গলবার:  জলবায়ু পরিবর্তনের স্থানীয় সমস্যা ও দাবিগুলোকে ব্রাজিলে অনুষ্ঠেয় COP-30 এর বৈশ্বিক মঞ্চে তুলে ধরার লক্ষ্যে জাগো ফাউন্ডেশন-এর দেশব্যাপী ক্যাম্পেইন ‘Voices of Climate: Our Climate, Our Future’- এর অংশ হিসেবে ৭ অক্টোবর ময়মনসিংহ -এর  জয়নাল আবেদিন পার্কের বৈশাখী চত্বর-এ একটি সফল ফ্ল্যাশমব আয়োজিত হয়েছে। জাগো ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ অংশীদার প্রতিজ্ঞা যুব সংগঠন ময়মনসিংহ  এই ইভেন্টের আয়োজন করে।

যুবসমাজের উদ্ভাবনী বার্তা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আচরণগত পরিবর্তন এবং বৈশ্বিক আলোচনায় তরুণদের কণ্ঠস্বরকে যুক্ত করার লক্ষ্যে পরিচালিত এই ফ্ল্যাশমবে স্থানীয় তরুণরা তাদের উদ্ভাবনী পরিবেশনা এবং সৃজনশীল প্রচারণার মাধ্যমে জলবায়ু সংকট, স্থানীয় সমস্যা এবং এর সমাধানের জন্য তাদের দাবিগুলো তুলে ধরে। এই ধরনের অভিনব আয়োজন উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং বার্তাগুলো সফলভাবে অনেক মানুষের কাছে পৌঁছে যায়।

প্রতিজ্ঞা যুব সংগঠন এর পক্ষ থেকে সংগঠনের সভাপতি মো: মামুন মিয়া  বলেন, “বাংলাদেশের উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলের জলবায়ু সংকটের শিকার মানুষের কথাগুলো প্রায়শই আন্তর্জাতিক মঞ্চে পৌঁছায় না। আমাদের এই ফ্ল্যাশমবের উদ্দেশ্য ছিল স্থানীয় সমস্যাগুলোকে জীবন্ত করে তোলা, যাতে বৈশ্বিক নীতিনির্ধারকরা আমাদের তরুণদের বার্তা গুরুত্বের সাথে বিবেচনা করেন।”

জাতীয় প্রেক্ষাপটে ক্যাম্পেইনের প্রভাব ‘Voices of Climate: Our Climate, Our Future’ ক্যাম্পেইনটি দেশের আট বিভাগের ১৬টি যুব-নেতৃত্বাধীন সংস্থাকে সাথে নিয়ে পরিচালিত হচ্ছে। ফ্ল্যাশমব ছাড়াও, এই ক্যাম্পেইনের মাধ্যমে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আচরণগত পরিবর্তন নিয়ে ১১২টিরও বেশি শিক্ষামূলক ভিডিও তৈরি করা হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তরুণদের সম্মিলিত দাবিগুলোকে সমন্বয় করে একটি বিশেষ ‘Climate Capsule’ প্রকাশ করা হবে, যা COP 30-এ বাংলাদেশের প্রতিনিধিদের কাছে পৌঁছে দেওয়া হবে।

পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘Gildan’ এই ক্যাম্পেইনটিতে সহযোগিতা করছে এবং ‘একশন এইড বাংলাদেশ’ নলেজ পার্টনার হিসেবে যুক্ত আছে।

জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের এই অংশগ্রহণ এবং সচেতনতামূলক কার্যক্রম দেশের পরিবেশ আন্দোলনকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট