1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলপুরে ১০ দিনের ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ-মহিলা)- সফল সমাপ্তি ও সনদপত্র এবং পুরস্কার বিতরণ নারায়ণগঞ্জ বন্দর ২২ নং ওয়ার্ড নুরবাগ এলাকা থেকে মসজিদ কমিটি অভিযান নন্দীগ্রামে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া  কালিনগর ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ শেরপুরে ফাঁদ পেতে পাখি হত্যার অভিযোগে ২ জনকে আটকের পরে মুচলেকায় মুক্তি নরসিংদীতে আবারও ভূমিকম্প — বিকেল ৪টা ১৫ মিনিটে কেঁপে উঠল জেলা নন্দীগ্রামে ধান ৩৪ টাকা ও চাল ৫০ টাকায় কিনবে সরকার ঝিনাইগাতিতে ব্র্যাকের একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ‘২৭তম বুনিয়াদি প্রশিক্ষণ’ সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠিত ২৮নভেম্বর কুমিল্লায় আসছেন জৈনপুরী পীর আল্লামা শাহ্সুফি ফাররুখ ছেয়ার সিদ্দিকী আল কুরাইশী

পঞ্চগড়ের আটোয়ারী ফকিরগঞ্জ বাজারে অসুস্থ ছাগল জবাই করে বিক্রি চেষ্টা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

সুকুমার বাবু দাস, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ-পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ বাজারে অসুস্থ ছাগল জবাই করে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় কসাই,মোঃ জাকির হোসেনের বিরুদ্ধে। তিনি আটোয়ারী উপজেলার তোড়িয়া ডোহাপাড়া এলাকার বাসিন্দা এবং নিয়মিতভাবে ফকিরগঞ্জ বাজারে ছাগলের মাংস বিক্রি করে থাকেন।

স্থানীয় ক্রেতা ও ব্যবসায়ীরা জানান, গত ০৩-১০-২৫ইং তারিখে জাকির হোসেন দুইটি অসুস্থ ছাগল জবাই করে বাজারে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসার সময় পার্শ্ববর্তী গোরিনা বাড়ি ইউনিয়নের ফুটকি বাড়ি এলাকা সন্দেহ হলে স্থানীয়রা আটক করে।পরবর্তীতে পঞ্চগড় সদর প্রাণিসম্পদ কর্মকর্তা মোসাম্মৎ মরিয়ম বেগমকে খবর দিলে তিনি এসে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন,আইনি অ্যাকশন না নিয়ে পরবর্তীতে ওই এলাকার স্থানীয় চেয়ারম্যান মোঃ মোনোয়ার হোসেন(দিপু) সহ একটি মুচলেখা নিয়ে ছেড়ে দেয়।

কসাই এর কাছ থেকে একটি মুচলেখা নেয়,উল্লেখ্য ছিল গোরিনা বাড়ি এলাকায় এসে কোনো ধরনের ছাগল কেনা ও বেচা করতে পারবে না।

তাৎক্ষণিকভাবে অনেকেই অভিযোগ করেন, অসুস্থ পশুর মাংস খাওয়ার ফলে মানুষের শরীরে বিভিন্ন সংক্রামক রোগ ছড়ানোর আশঙ্কা রয়েছে।

আটোয়ারী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে ছাগল সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে এনথ্রাক্স, পিপিআর (PPR), কুড়াই, গুঠি, নিউমোনিয়াসহ নানা সংক্রামক রোগে। এসব রোগে আক্রান্ত পশু জবাই করে মাংস বিক্রি করলে তা মানুষের জন্য ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
এনথ্রাক্স রোগ ছড়ালে মানুষের ত্বকে ফোস্কা, জ্বর, রক্তসংক্রমণ এবং মৃত্যুঝুঁকিও তৈরি হতে পারে বলে জানান বিশেষজ্ঞরা।

আটোয়ারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ভারপ্রাপ্ত ডা.মোঃ আব্দুল্লাহ বলেন।

অসুস্থ পশু জবাই করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অসুস্থ ছাগল বা গরু জবাই করে বাজারে বিক্রি করে, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা নিয়মিত বাজার তদারকি করছি এবং জনগণকে অনুরোধ করছি যেন কোনো সন্দেহজনক মাংস বিক্রির ঘটনা দেখলে অবিলম্বে প্রাণিসম্পদ দপ্তর বা স্থানীয় প্রশাসনকে জানান।

তবে এখন পর্যন্ত আটোয়ারী ফকিরগঞ্জ বাজারের কসাই পট্টিতে মোঃ জাকির হোসেনের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করেনি অভিযোগ করলে,আমরা বিষয়টি আইনের আওতায় নিয়ে আসব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট