1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলপুরে ১০ দিনের ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ-মহিলা)- সফল সমাপ্তি ও সনদপত্র এবং পুরস্কার বিতরণ নারায়ণগঞ্জ বন্দর ২২ নং ওয়ার্ড নুরবাগ এলাকা থেকে মসজিদ কমিটি অভিযান নন্দীগ্রামে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া  কালিনগর ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ শেরপুরে ফাঁদ পেতে পাখি হত্যার অভিযোগে ২ জনকে আটকের পরে মুচলেকায় মুক্তি নরসিংদীতে আবারও ভূমিকম্প — বিকেল ৪টা ১৫ মিনিটে কেঁপে উঠল জেলা নন্দীগ্রামে ধান ৩৪ টাকা ও চাল ৫০ টাকায় কিনবে সরকার ঝিনাইগাতিতে ব্র্যাকের একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ‘২৭তম বুনিয়াদি প্রশিক্ষণ’ সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠিত ২৮নভেম্বর কুমিল্লায় আসছেন জৈনপুরী পীর আল্লামা শাহ্সুফি ফাররুখ ছেয়ার সিদ্দিকী আল কুরাইশী

ময়মনসিংহের তারাকান্দায় বানিহালা ইউনিয়নের ইউপি সদস্য দুর্বিত্তদের হামলায় নিহত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে স্থানীয় এক জনপ্রতিনিধিকে। নিহতের নাম জামাল উদ্দিন (৫০)। তিনি বানিহালা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ছিলেন। রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন সন্ধ্যায় নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথেই কয়েকজন দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায় হামলাকারীরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর সোমবার (৬ অক্টোবর) দুপুরে নিহতের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। এসময় স্বজনদের আহাজারিতে পুরো পরিবেশ ভারী হয়ে ওঠে। হাসপাতালে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: জোবায়ের হোসেন তালুকদার ক্ষোভ প্রকাশ করে বলেন— “এ হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাই। আসামিদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের সঙ্গে কথা হয়েছে। আমরা দ্রুত বিচার চাই।”এ হত্যাকাণ্ডে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়েন এবং দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ বিষয়ে তারাকান্দা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: টিপু সুলতান জানান, “ঘটনার তদন্ত চলছে। জড়িত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।”নিহত জামাল উদ্দিন এলাকায় একজন জনপ্রিয় ইউপি সদস্য হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো ইউনিয়নে। স্বজন ও স্থানীয়দের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। বর্তমানে পুরো এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলসহ গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট