নরসিংদীর মাধবদীতে প্রবাসী বাড়িতে ডাকাতি: ১৮ ঘণ্টার মধ্যে আন্তজেলা ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেপ্তার, মালামাল উদ্ধার
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
-
২
বার পড়া হয়েছে

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি নরসিংদী
নরসিংদীর মাধবদী থানাধীন কান্দাপাড়া গ্রামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনার মাত্র ১৮ ঘণ্টার মধ্যে আন্তজেলা ডাকাত চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে মাধবদী থানা পুলিশ। এ সময় লুণ্ঠিত মালামালের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানা পুলিশ দ্রুততার সাথে নারায়ণগঞ্জ, গাজীপুর এবং নরসিংদীর পলাশ থানা এলাকায় অভিযান পরিচালনা করে আন্তজেলা ডাকাত চক্রের সাত সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করে।
ডাকাতির মতো গুরুতর অপরাধের পর এত দ্রুততম সময়ে আসামিদের গ্রেপ্তার এবং মালামাল উদ্ধারে মাধবদী থানা পুলিশ ব্যাপক পেশাদারিত্বের পরিচয় দিয়েছে।
অভিযানের সাফল্যের জন্য মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম স্যারকে বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়েছে, যিনি সারারাত নির্ঘুম থেকে অভিযান পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেছিলেন।
গ্রেপ্তার অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী দলের সদস্যরা হলেন: এস আই বারেক হাওলাদার, কনস্টেবল ফয়সাল, কনস্টেবল মাজাহার, কনস্টেবল শামীম এবং কনস্টেবল সোহেল।
গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাধবদী থানা পুলিশ এ ধরনের অপরাধ দমনে তাদের কঠোর অবস্থান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন