হিজলায় বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের পূজামণ্ডপ পরিদর্শন ও পথসভা অনুষ্ঠিত
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বুধবার, ১ অক্টোবর, ২০২৫
-
১৩
বার পড়া হয়েছে

হিজলা প্রতিনিধি আলমগীর হোসেন
বরিশালের হিজলা উপজেলায় বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা দুর্গাপূজার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও পথসভা করেছেন।মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কাউরিয়া বাজারে পূজামণ্ডপ পরিদর্শন উপলক্ষে আয়োজিত পথসভায় উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল গাফফার তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ।এ সময় উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি খালেক হাওলাদার, উত্তর জেলা বিএনপির নেতা ওয়াহিদ হারুন এবং সাবেক ছাত্রনেতা হেমায়েত উদ্দিন সোহরাব।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “হিজলা-মেহেন্দিগঞ্জ আসনের আমরা পাঁচজন মনোনয়নপ্রত্যাশী একমত হয়েছি যে, দল যাকে মনোনয়ন দেবে আমরা সবাই তাকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে কাজ করব। আমি বিশ্বাস করি তারেক রহমান কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীকে মনোনয়ন দেবেন না।”তিনি আরো বলেন, “দীর্ঘ ১৫ বছর স্বৈরাচার শেখ হাসিনা জোর করে ক্ষমতা দখল করে রেখেছিল। আন্দোলন-সংগ্রামের মাধ্যমে আমরা তাকে বিদায় করেছি। আজ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। তবে কিছু জনগণবিহীন দল নির্বাচন বানচাল করার চেষ্টা করছে।”পথসভা ও পূজামণ্ডপ পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজলসহ স্থানীয় নেতাকর্মীরা। পরে নেতারা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের খোঁজখবর নেন।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন