1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জাল-জালিয়াতি করে নামজারী ও জমিখারিজ করিয়ে অন্যত্র বিক্রি করার পায়তারা জমির লোভে বড় ভাই ও ভাতিজার হাতে আপন ছোট ভাই খুন। সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা খুলনা-১ আসনের দাকোপ-বটিয়াঘাটাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো – জিয়াউর রহমান পাপুল ঝিনাইগাতীতে র‌্যাবের পৃথক অভিযানে হত্যা ও মাদক মামলার চার আসামী গ্রেফতার সারদায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট : প্রধান অতিথি আনোয়ার হোসেন উজ্জল খুলনার দাকোপের বাজুয়ায় চুনকুড়ি নদী থেকে বস্তাবন্দি এক ব্যাক্তির লাশ উদ্ধার সারদায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট : প্রধান অতিথি আনোয়ার হোসেন উজ্জল প্রতিবন্ধী কল্যাণ সংস্থার কে অনুদান প্রদান করলেন, ছাত্রদলের পক্ষ থেকে ফুলপুরে তারাকান্দা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিব হাসান মাজহারুল পুলিশের হাতে গ্রেপ্তার

খুলনার দাকোপে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় শারদীয় দুর্গোৎসব শুরু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়েছে। এবার খুলনার দাকোপ উপজেলায় ৭৬ টি মণ্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। রোববার (২৮ সেপ্টেম্বর) পূর্বাহ্ণে অনুষ্ঠিত হয়েছে দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা। সন্ধ্যায় হবে দেবীর আমন্ত্রণ ও অধিবাস। শারদীয় দুর্গাপূজার পুণ্যলগ্ন শুভ মহালয়া অনুষ্ঠিত হয় গত ২১ সেপ্টেম্বর। এর মধ্য দিয়ে শুরু হয় দেবীপক্ষ। দুর্গাষষ্ঠীর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো দুর্গাপূজা। সোমবার মহাসপ্তমী, মঙ্গলবার মহাষ্টমী, বুধবার মহানবমী এবং বৃহস্পতিবার বিজয়া দশমী।
পুরাণে বলা আছে, অসুরশক্তির কাছে পরাজিত হয়ে দেবতারা স্বর্গলোকচ্যুত হন। এই অশুভ শক্তির বিনাশে একত্রিত হন দেবতারা এবং তাদের সম্মিলিত তেজ থেকে আবির্ভূত হন এক মহাশক্তি- অসুর বিনাশী দেবী দুর্গা।
এবার শ্বশুরবাড়ি কৈলাস (স্বর্গলোক) থেকে কন্যারূপে দেবী দুর্গা আসছেন বাপের বাড়ি, এই মর্ত্যলোকে। এবার দেবী দুর্গা আসছেন গজে (হাতি) করে এবং বিদায় নেবেন দোলায় (পালকি) চড়ে। এরই ধারাবাহিকতায় চালনা পৌরসভা ও দাকোপ উপজেলার প্রতিটি ইউনিয়নের সর্বজনীন পূজা মন্ডবে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় দূর্গা উৎসব। দেবী দূর্গার আগমনে এইসব মন্ডপের আওতাধীন ভক্তদের মাঝে যেন আনন্দের সীমা নেই। মন্ডপের আশেপাশের গ্রামের মধ্যে সকলের মাঝে বইছে শারদীয় দুর্গাপূজার আনন্দ । প্রতিটি মন্ডপে পূজা উৎসবও হয় অনেক উৎসব মুখর পরিবেশে। সরজমিনে দেখা যায়, মন্ডপগুলো ঘুরে, দেবী দুর্গার মূর্তি সহ অন্যান্য দেবদেবতার মূর্তিগুলো যেন নিপুন হাতে তৈরি করেছে। মন্ডপের ভিতর থেকে শুরু করে সর্বোপরি মন্দিরের প্রত্যেকটি স্থানে বিভিন্ন ধরনের আলোকসজ্জা সহ করা হয়েছে ভিন্ন রং বেরঙের লাইটিং এর ব্যবস্থা। বাজুয়া দাশপাড়ার সার্ব্বজনিন পূজা মন্ডপের সভাপতি প্রশান্ত দাশসহ একাধিক দেবী দুর্গার ভক্তরা বলেন, আমাদের মন্দিরে এবার অন্য বারের চেয়ে দেবী দুর্গার আরাধনা ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে হবে এমনটাই আয়োজন করেছেন সংশ্লিষ্ট মন্ডপ কমিটির নেতৃবৃন্দরা। এছাড়াও করা হয়েছে দেবী দুর্গা সহ অন্যান্য দেবদেবীর আরাধনার মনোরম পরিবেশ। জানতে চাইলে উক্ত পূজা মন্ডপের কর্মকার জানান, বাজুয়া সর্বজনীন পূজা মণ্ডপে এবার অন্যান্য বারের চেয়ে আরও উৎসব মুখর পরিবেশে উদযাপিত হবে। ইতিমধ্যে সকল মূর্তির কার্য সম্পাদন শেষ করে ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বিজয়ার মধ্যে দিয়ে তা শেষ হবে। অন্যদিকে উৎসব মুখর, শান্তিপূর্ন ও সুন্দরভাবে পূজা সম্পন্ন করার লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য প্রতিটি পূজামণ্ডপসহ আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট