বগুড়ায় সেনাবাহিনী ও পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২, মাদক উদ্ধার
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
-
১০
বার পড়া হয়েছে

বগুড়া প্রতিনিধি
বগুড়া শহরের রেলওয়ে কলোনি থেকে ৯ জন ও শিবগঞ্জে মাদক বিরোধী অভিযানে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পৃথক অভিযানে বিপুল পরিমাণ মদ, গাঁজা, ফেনসিডিলসহ নগদ টাকা জব্দ করা হয়।
গতকাল শুক্রবার সেনাবাহিনীর ক্যাপ্টেন জানে আলম সাদিফ জানান, বৃহস্পতিবার রেলওয়ে কলোনি এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে নয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করে। তাদের বসতবাড়িতে আড়াই ঘন্টার তল্লাশিতে ১৭ বোতল মদ, ৩ কেজি গাঁজা, দুটি ওজন মাপার যন্ত্র ও মাদক বিক্রির নগদ টাকা পাওয়া গেছে।
গ্রেপ্তারকৃতরা- রেলওয়ে কলোনি এলাকার সুজন বাঁশফোড়, হৃদয় বাঁশফোড়, মিঠুন, কানটু, মোস্তফা, সাজু, রতন, রাজা ও নাহিদ। তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
এদিকে শিবগঞ্জ উপজেলার মুরাদপুরে রংপুর-ঢাকা মহাসড়কে মাদক বিরোধী চেকপোস্টে যানবাহন তল্লাশি চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে মোকামতলা পুলিশ। মাদক কারবারিদের কাছে সাড়ে ৮ কেজি গাঁজা ও ২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা- ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙী বড় পলাশবাড়ি মহল্লার নাজির হোসেন, নীলফামারীর ডিমলা ঝিঞ্জিরপাড়ার মমিনুর রহিমান এবং পাবনার ঈশ্বরদী রহিমপুর মহল্লার মামুন উদ্দিন। তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করেছে পুলিশ।
বগুড়া।
১৯ সেপ্টেম্বর
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন