টাঙ্গাইলের ধনবাড়ীর বানিয়াজান ইউনিয়নে গরিব ও অসহায় মানুষের মাঝে ও.এম.এস এর চাল বিতরণ
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
-
৪
বার পড়া হয়েছে

টাঙ্গাইল জেলা প্রতিনিধি তাজলিমা খাতুন
টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার ২নং বানিয়াজান ইউনিয়নে গরিব ও অসহায় মানুষের মাঝে ও.এম.এস এর চাল বিতরণ করা হয়েছে। সোমবা সকাল থেকে বানিয়াজান বাবুল বাজারে এই বিতরণ কার্যক্রম শুরু হয়। দিনভর শত শত অসহায় নারী-পুরুষ সেখানে লাইনে দাঁড়িয়ে তাদের প্রাপ্য চাল সংগ্রহ করেন।ও.এম.এস এর এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন জুবায়েদ হাসান অন্তর। তিনি সুষ্ঠুভাবে লাইনে দাঁড় করিয়ে একে একে গরিব মানুষের হাতে চাল তুলে দেন। চাল বিতরণের সময় সার্বিক শৃঙ্খলা বজায় ছিল এবং কোনো ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।ও.এম.এস এর চাল সংগ্রহ করতে আসা অনেকেই বলেন, বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে চাল-ডাল, তেলসহ সব কিছুর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। এ অবস্থায় এই চাল তাদের জন্য আশীর্বাদের মতো। একজন উপকারভোগী বলেন, এই চাল না থাকলে আমাদের সংসার চালানো খুবই কষ্টকর হয়ে যেত। সরকারের এ উদ্যোগ আমাদের বাঁচিয়ে রেখেছে।স্থানীয়রা জানান, স্বচ্ছতার সঙ্গে এবং নিয়ম মেনে যেভাবে চাল বিতরণ করা হয়েছে, তা প্রশংসার দাবি রাখে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের জন কল্যাণ মূলক কার্যক্রম নিয়মিত ভাবে চালু থাকলে এলাকার গরিব মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে। অভিযান নিউজ টিভি সংবাদ ধনবাড়ী টাঙ্গাইল।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন