সফল ওপেন হার্ট সার্জারি শেষে হাসপাতাল ছেড়েছেন জামায়াত নেতা মুহাদ্দিস রবিউল বাশার
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
-
৫
বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।
বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সাতক্ষীরা জেলা শাখার সাবেক আমির, খুলনা বিভাগীয় টিম সদস্য ও কেন্দ্রীয় মজলিস শূরার সম্মানিত সদস্য, সাতক্ষীরার প্রখ্যাত আলেমে দ্বীন মুফতি মুহাদ্দিস প্রিন্সিপাল রবিউল বাশার হাফিজাহুল্লাহ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সফল ওপেন হার্ট সার্জারির পর আজ ১৬/০৯/২০২৫ ইং সোমবার দুপুরে হাসপাতাল ত্যাগ করেছেন। গত ৮ সেপ্টেম্বর তাঁর জটিল হৃদযন্ত্রের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। দীর্ঘ দশদিনের নিবিড় চিকিৎসা ও পর্যবেক্ষণের পর চিকিৎসকদের ছাড়পত্রে আজ তিনি হাসপাতাল থেকে রিলিজ নেন। চিকিৎসকদের মতে, তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং তিনি সুস্থতার পথে দ্রুত এগোচ্ছেন। হাসপাতাল ত্যাগের সময় সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে মুহাদ্দিস রবিউল বাশার হাফিজাহুল্লাহ বলেন, “আপনাদের দোয়ার বরকতে আল্লাহ আমাকে নতুন জীবন দিয়েছেন। যারা দোয়া করেছেন—ডাক্তার, পরিবার, সহকর্মী, সারা দেশের ধর্মপ্রাণ মুসলমান—সবাইকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনশাআল্লাহ, আগামী সপ্তাহে সাতক্ষীরায় ফিরব এবং অক্টোবর থেকে আগের মতোই রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় হবো।”
তিনি সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনের সর্বস্তরের জনগণ এবং দেশের ধর্মপ্রাণ মানুষের কাছে নিজের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া কামনা করেন। মুহাদ্দিস রবিউল বাশারের সঙ্গে ছিলেন তাঁর সুযোগ্য সন্তান ও ব্যক্তিগত সহকারী মোহাম্মাদ মুজাহিদ বাশার। তিনি জানান, “আলহামদুলিল্লাহ, আব্বু দ্রুত সুস্থ হচ্ছেন। চিকিৎসকদের আশাবাদ আমাদেরকে ভরসা দিচ্ছে।” এছাড়া হাসপাতালে উপস্থিত ছিলেন আদর্শ সমাজ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মাদ শাহ্ আলম বাদশা, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা মোহাম্মাদ শরিফুল ইসলামসহ আরও অনেক শুভানুধ্যায়ী ও ঘনিষ্ঠ আত্মীয়স্বজন। মুহাদ্দিস রবিউল বাশার হাফিজাহুল্লাহর অসুস্থতার সময়কালে সাতক্ষীরা তথা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইসলামী রাজনৈতিক অঙ্গনে একধরনের শূন্যতা অনুভূত হচ্ছিল। তাঁর সুস্থ হয়ে ফিরে আসার খবরে দলীয় নেতাকর্মী ও সাধারণ অনুসারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন