শেরপুর জেলায় সাপের কামড়ে ওঝার মৃত্যু
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
-
৪
বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুর সদর উপজেলায় সাপের কামড়ে জামাল মিয়া(৭০) নামে একজন ওঝা মারা গেছে।ওই ওঝার বাড়ী শেরপুর সদর উপজেলার কামারের চর এলাকার ডোবার চরে।আজ সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে।পারিবারিক সুত্র জানায় শুক্রবার ১২ সেপ্টেম্বর বিকাল তিনটার দিকে ওঝা জামাল উদ্দিন প্রতিবেশী এলাকা ৪ নং চরে একটি বিষাক্ত সাপ ধরে।এক পর্যায়ে সাপ ওঝার আঙ্গুলে কামড় দেয়।কিন্ত ওঝা বোঝতেই পারেনি।ঘন্টা দেড়েক পরে ওঝার শরীর খারাপ শুরু হলে দ্রত শেরপুর সদর হাসপাতালে আনা হয়।ভিকটিমের স্বজনদের দাবী হাসপাতালে এন্টিভেনাম নেই।একটি এন্টিভেনাম বাহির থেকে দেওয়ার পরে দ্রত ময়মনসিংহ হাসপাতালে নিতে বলা হয়।ওঝাকে ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে নকলা এলাকায় তার মৃত্যু হয়।
তবে হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ সেলিম মিয়া বলেছেন হাসপাতালে এন্টিভেনাম সরবরাহ আছে।এই ওঝার সাথে কি হয়েছে দেখা হচ্ছে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন