খুলনায় ইউপি চেয়ারম্যান’কে অবৈধ অস্ত্রসহ আটক
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
-
৩১
বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার
খুলনায় ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজুকে অবৈধ বিদেশী অস্ত্রসহ আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯ টার দিকে খুলনা নগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আবু জাফর সিদ্দিকী রাজু পাইকগাছা হরিঢালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। ডিবি “পুলিশ সুত্রে জানা যায়, খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অফিসার ইনচার্জ ‘তৈমুর ইসলাম’ বেশ কিছুদিন ধরেই রাজু গোয়েন্দা নজরদারিতে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে রাত ৯ টার দিকে ডিবি’র ওসি তৈমুর ইসলামের নেতৃত্বে একটি চৌকস টীম তাকে আটক করে। আটকের পর রাজু-কে মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়। ডিবি’র ওসি তৈমুর ইসলাম জানান, আটকৃত ইউপি চেয়ারম্যান রাজু’র ব্যবহৃত প্রাইভেট কার ও অবৈধ বিদেশি অস্ত্র জব্দ করা হয়েছে। উক্ত ঘটনায় মামলার প্রস্তুতি চলছে
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন