ঝিনাইগাতীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
                    
					
					
				 	
					
					
					 
                        
                            
                            
                                
                                    
										
										
																			
								প্রতিনিধির নাম :								
																
								
								
                                    
                                    
                                        
                                            -    
											প্রকাশিত: 
																						বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫											
												
																																			
-  
											 
																																			২৭																				   
																						বার পড়া হয়েছে  
											
                                  
                                 
                             
                         
                     
					
					
						
					
					
                    
                         
						 
							
							 
                     
                    
                        
মোঃ আনোয়ার হোসেন শেরপুর জেলা প্রতি নিধি 
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দুটি বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে শিক্ষার্থীদের হাতে এসব উপকরণ তুলে দেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, নতুন প্রজন্মকে উৎসাহিত করতে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণের এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, “সৎ শিক্ষা জীবনকে সুন্দরভাবে পরিচালিত করে এবং সুন্দর জাতি গঠনে ভূমিকা রাখে।উন্নতির পথে এগিয়ে যাওয়ার মূল ভিত্তি হলো শিক্ষা। শিক্ষা মানুষকে জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ দিয়ে সজ্জিত করে। তাই শিক্ষা একটি ব্যক্তিকে স্বাবলম্বী করে তোলে এবং সমাজে অবদান রাখার সুযোগ করে দেয়। আগামীর শিক্ষার্থীরা দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল। আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, প্রকৌশলী শুভ বসাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাজীবুল ইসলাম, সমবায় কর্মকর্তা মোঃ রোকন উজ্জামান সহ আরও অনেকে।জেলা প্রশাসক, শেরপুরের অগ্রাধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে ৩০ জন শিক্ষার্থীর প্রত্যেককে একটি করে পেন্সিল বক্স, একটি জ্যামিতি বক্স এবং একটি করে পেয়ারা গাছের চারা বিতরণ করা হয়।
                     
					
					
					
					
										
                    
                        
সংবাদটি শেয়ার করুন
                    
                    
					
					
					
					 
			 				   
				   	
			 
			 				   				
				
					
									
                    
                       আরো সংবাদ পড়ুন