বাগেরহাটের রামপালে ৩ কেজি গাঁজাসহ ৪ কারবারি গ্রেফতার
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
-
১১
বার পড়া হয়েছে

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।
বাগেরহাটের রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতদের বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাগেরহাটের আদালতে সোপার্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো গিলাতলা গ্রামের ওহাব শেখের ছেলে শেখ মিলন (২৮) ও শেখ রিপন (২৬), বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া গ্রামের মানিক শেখের ছেলে মো. আল আমীন(২১) ও একই গ্রামের কিসমত খানের ছেলে মিরন খান (২৪)।রামপাল থানার ওসি আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গিলাতলা ও আশপাশের এলাকায় অভিযোগ চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে গাঁজা, বাটখারা ও বিভিন্ন সরঞ্জামসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন