শরীয়তপুরের নড়িয়ার আসিফ ইমাম ডাকসুর জিয়া হলের জিএস নির্বাচিত
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
-
৮
বার পড়া হয়েছে

মোঃ সিরাজুল ইসলাম,জেলাপ্রতিনিধি,শরীয়তপুর
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর জিয়া হল শাখার সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার কৃতি সন্তান আসিফ ইমাম। গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় পরাজিত করে এই গৌরব অর্জন করেন।আসিফ ইমাম নড়িয়া পৌরসভার বাসিন্দা এবং নড়িয়া ডিগ্রি কলেজের প্রাক্তন শিক্ষার্থী। তার এই অভূতপূর্ব সাফল্যে তার জন্মভূমি নড়িয়া এবং সমগ্র শরীয়তপুর জেলায় ব্যাপক আনন্দ ও উৎসাহের আবহ তৈরি হয়েছে। স্থানীয় শিক্ষার্থী, তরুণ সমাজ ও সাধারণ মানুষ তার এই অর্জনে উদ্বেলিত।নির্বাচিত হওয়ার পর আসিফ ইমাম সংবাদমাধ্যমকে বলেন, “এই জয় শুধু আমার একার নয়; এটি ছাত্র-ছাত্রী এবং আমার সকল সমর্থক এর বিজয়। জিয়া হলের ছাত্রদের সার্বিক উন্নয়ন, তাদের অধিকার রক্ষা এবং হলটিকে একটি আদর্শ আবাসিক প্রতিষ্ঠানে পরিণত করাই প্রধান লক্ষ্য।এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে জিয়া হলের সাধারণ সম্পাদকের পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। আসিফ ইমামের এই অর্জন তাকে ভবিষ্যতে জাতীয় রাজনীতির পথেও এগিয়ে নিয়ে যেতে পারে বলে পর্যবেক্ষকরা মনে করেন।স্থানীয় প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আসিফ ইমামকে তাঁর এই অভূতপূর্ব সাফল্যে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন