খিদমাতুল উম্মাহ ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে দাকোপে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত
                    
					
					
				 	
					
					
					 
                        
                            
                            
                                
                                    
										
										
																			
								প্রতিনিধির নাম :								
																
								
								
                                    
                                    
                                        
                                            -    
											প্রকাশিত: 
																						মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫											
												
																																			
 
											
												
												
												
							
											-  
											 
																																			৮৭																				   
																						বার পড়া হয়েছে  
											
 
												
												 
										 									
				
                                        
                                                                      
                                 
                             
                         
                     
					
					
						
					
					
                    
                         
						
							
							 
                     
                    
                        
মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার
রক্তদান হোক আপনার জীবনের শ্রেষ্ঠ উপহার”-এই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে খিদমাতুল উম্মাহ ব্লাড ফাউন্ডেশন, খুলনা বিভাগের আয়োজনে দাকোপ উপজেলায় এক ব্যতিক্রমধর্মী ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।” এসো নবীন দলে দলে, রক্ত দেই আমরা সবাই মিলে”-এই আহ্বানে সাড়া দিয়ে স্থানীয় যুব সমাজসহ সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে কর্মসূচিকে সফল করে তোলে। ক্যাম্পেইনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসমত হোসেন। তিনি বলেন, “এ ধরনের উদ্যোগ শুধু রক্তদানে উৎসাহিত করে না, পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দাকোপ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকতা ডাঃ সুদীপ বালা, দাকোপ প্রেসক্লাবের নব- নির্বাচিত সভাপতি মোঃ শামীম হোসেন । তাঁরা রক্তদানের প্রয়োজনীয়তা এবং নিরাপদ রক্ত ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। ক্যাম্পেইনটি পরিচালনা করেন খিদমাতুল উম্মাহ ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব শামীম আলী। তিনি বলেন, “আমরা চাই তরুণ সমাজ এগিয়ে আসুক মানবতার এই কাজে। একটি ফোঁটা রক্ত একজন মানুষের জীবন বাঁচাতে পারে।” এই ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয় চালনা পৌরসভার আল-আমিন নূরানী প্রি-ক্যাডেট মাদ্রাসা ও চিলড্রেন পার্ক প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পেইনটি প্রাণবন্ত হয়ে ওঠে। উল্লেখ্য, খিদমাতুল উম্মাহ ব্লাড ফাউন্ডেশন ইতিপূর্বেও বাংলাদেশর বিভিন্ন জেলায় রক্তদান, স্বাস্থ্যসেবা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
                     
					
					
					
					
										
                    
                        
সংবাদটি শেয়ার করুন
                    
                    
					
					
					
					 
			 				   
				   	
			 
			 				   				
				
					
									
                    
                       আরো সংবাদ পড়ুন