বন্দর ২০নং ওয়ার্ডে খেলাফত মজলিসের উদ্যোগে “আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠায় রাসূল সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
-
৫
বার পড়া হয়েছে

হাজী মুহাম্মদ নাজির খান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
একমাত্র মহানবী সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই রাষ্ট্রে ভারসাম্য এনে দিতে পারে-এবিএম সিরাজুল মামুনখেলাফত মজলিস বন্দর ২০ নং ওয়ার্ড শাখার উদ্যোগে “আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠায় নবী ﷺ এর ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ সেপ্টেম্বর-২০২৫ ইং, শনিবার বিকালে নাসিক ২০ নং ওয়ার্ডের দড়ি সোনাকান্দা চৌরাস্তায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।খেলাফত মজলিসের বন্দর ২০নং ওয়ার্ড সভাপতি মুহাম্মদ ছানাউল্লাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য প্রার্থী এবিএম সিরাজুল মামুন।প্রধান অতিথির বক্তব্যে এবিএম সিরাজুল মামুন বলেন, মহানবী হযরত মুহাম্মদ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে ভারসাম্য এনে দিতে পারে। সকল প্রকার বৈষম্য মূলোৎপাটনে তিনি যে সংবিধানের আলোকে রাষ্ট্র পরিচালনা করেছিলেন তা ছিল আল কুরআন। রাসুল সা. আল্লাহর খলিফা বা প্রতিনিধি হিসেবে মদীনায় যে রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিলেন তা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছিল। মানুষের অর্থনৈতিক, সামাজিক নিরাপত্তা সহ মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি একদিকে ছিলেন সমাজ সংস্কারক, পরিবারের কর্তা, অন্যদিকে ছিলেন রাষ্ট্র ও সমরনায়ক। একই সাথে সমাজ ও রাষ্ট্রের অনেকগুলো গুরুত্বপূর্ণ চরিত্রে তাঁর ভারসাম্যপূর্ণ অবস্থান ও নেতৃত্ব মানবজাতির জন্য অনুসরণীয় আদর্শ।তিনি আরো বলেন, আমরা রাসুল সা. ও তাঁর পরবর্তি খোলাফায়ে রাশেদার আদর্শের আলোকে ন্যায় ও ইনসাফভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার কাজ করছি। খেলাফতে রাশেদার আদর্শে সমাজ বিনির্মিত হলে বাংলাদেশেও বৈষম্য দূর হবে। ফ্যাসিস্ট-স্বৈরাচারের যাঁতাকলে জাতিকে আর পিষ্ট হতে হবে না। যারা বিভিন্ন সংস্কারের দায়িত্ব যারা পালন করছেন তাদেরকে রাসুল স. এর আদর্শ অনুসরণের আহ্বান জানাচ্ছি।উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, নুর মোহাম্মদ খান, প্রকাশনা সম্পাদক সৈয়দ আরিফুজ্জামান, বন্দর থানা পশ্চিম শাখার সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল-মামুন, সহ-সভাপতি জাহিদ হাসান, মুফতী আবু হানিফ, সদর থানা নির্বাহী সদস্য ফারুকুল ইসলাম, ইসলামী যুব মজলিসের জেলা সভাপতি রিফাত আহমদ সাজিদ, সাংগঠনিক সম্পাদক তানভীর শিকদার, মারুফ পাটওয়ারী, খেলাফত মজলিস ২১ নং ওয়ার্ড সভাপতি মুফতী আবু মুছা, প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন