বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মোকামতলা ইউনিয়নের গণেশ পুরে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ তিনজন গ্রেপ্তার
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
-
৭
বার পড়া হয়েছে

বগুড়া প্রতিনিধি:
মোকামতলা পুলিশ তদন্ত পুলিশ গোপন সংবাদের জানতে পারে যে, শিবগঞ্জ থানাধীন মোকামতলা ইউনিয়নের গণেশ পুর হযরত হুমায়ুন কওমি হাফিজিয়া মাদ্রাসার পূর্ব পাশে অনুমান তিনশ(৩০০) গজ দূরে জনৈক মো: বুলু মিয়ার কলাবাগানের সামনে জয়পুর টু বগুড়া মহাসড়কের উপর ৯/১০ জন লোক ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে।
পরবর্তীতে অভিযান পরিচালনা করে ১। একটি সবুজ রঙের হাইড্রোলিক কাটার ।
২। লোহার রড ২ টি।
৩। সাদা রঙের রশি।
৪। কাঠের বাটযুক্ত দুটি পুরাতন হাসুঁয়া।
৫। দুটি বাঁশের লাঠি।
৬। একটি ধারালো ছোড়াসহ
১। মো: শাহিন মিয়া (৩২), পিতা- মো: লুৎফর রহমান, গ্রাম: মোস্তফাপুর; ২। মো: মিস্টার আলী (২৫), পিতা- মোঃ আনারুল ইসলাম, গ্রাম- উত্তর শ্যামপুর, ৩।মো: মামুন মিয়া (২৬), পিতা- মোঃ সাহারুল ইসলাম, গ্রাম: জামালপুর, সর্বথানা- শিবগঞ্জ, জেলা: বগুড়াকে গ্রেফতার করা হয়।আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন