দিরাই মিহির রঞ্জন রায় আর নেই
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
-
৬
বার পড়া হয়েছে

শংকর ঋষি সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাই পৌরসভা ত নং ওয়ার্ড দওজ গ্রামের মিহির রঞ্জন রায় দিরাই বাজারে বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন । মাউন্ট এডোরা হাসপাতাল সিলেট । চিকিৎসা রত অবস্থায় আজ ৫ ই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় এক ছেলে মিথুন রায় দুই মেয়ে তিথি রায় মিথি রায় ও উনার সহধর্মিনী জবা রায় ও ভাই বাতিজা আত্মীয়-স্বজন কে রেখে ইহ লোক থেকে পরলোকে গমন করিয়াছেন। পরে দিরাই পৌরসভা শ্মশানে কাষ্ঠ করা হয় এ সময় দিরাই পৌরসভা রামকৃষ্ণ মিশনের মহারাজ জি এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন