মান্দায় পুলিশের অভিযানে ২ হাজার লিটার চোলাইমদ ধ্বংস
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
-
৮
বার পড়া হয়েছে

আলা আমিন নিজস্ব প্রতিনিধি নওগাঁ
নওগাঁর মান্দায় মাদক বিরোধী অভিযানে দুই হাজার লিটার চোলাইমদ ও মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ জব্দ করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভারশোঁ ঋষি পল্লিতে এ অভিযান চালানো হয়। উদ্ধারকৃত চোলাইমদ পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ধ্বংস করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বহুল আলোচিত ভারশোঁ ঋষি পল্লিতে অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় এলাকার চিহ্নিত মাদক কারবারিরা। পরে ডলি ঋষি, অখিল ঋষিসহ কয়েকটি বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় দুই হাজার লিটার চোলাইমদ এবং মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সিদ্দিক হোসেন বলেন, “সম্প্রতি ভারশোঁ ঋষি পল্লিতে চোলাইমদ তৈরি ও বিক্রির কারবার বেড়ে গেছে। ডলি ঋষি ও তার স্বামী সুমন ঋষি, অখিল ঋষি, দুলাল ঋষি, বীরেন ঋষিসহ অনেকেই এ ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছেন। বিষয়টি পুলিশকে অবহিত করার পর এ অভিযান পরিচালিত হয়েছে।”এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে দুই হাজার লিটার চোলাইমদ ও মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। পরে সেগুলো ধ্বংস করা হয়েছে। এ পল্লিকে মাদকমুক্ত করতে স্থানীয়দের সহযোগিতায় মাদক বিরোধী কমিটি গঠন করা হবে।”তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন