গোপালপুরের জনগণ প্রার্থীকে ভোট দিতে চায়,পি আর পদ্ধতি চায় না আব্দুস সালাম পিন্টু
                    
					
					
				 	
					
					
					 
                        
                            
                            
                                
                                    
										
										
																			
								প্রতিনিধির নাম :								
																
								
								
                                    
                                    
                                        
                                            -    
											প্রকাশিত: 
																						বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫											
												
																																			
-  
											 
																																			৩৮																				   
																						বার পড়া হয়েছে  
											
                                  
                                 
                             
                         
                     
					
					
						
					
					
                    
                         
						 
							
							 
                     
                    
                        
টাঙ্গাইল জেলা প্রতিনিধি:তাজলিমা খাতুন।
জনগন প্রার্থীকে ভোট দিতে চায়, পি আর পদ্ধতি চায় না। এ পদ্ধতিতে সংসদ সদস্য কে হবে তা জনগণ জানবে না, এ হতে পারেনা। 
বিপুল উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে টাঙ্গাইলের গোপালপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী মজলুম জননেতা এডভোকেট আব্দুস সালাম পিন্টু প্রধান অতিথির ভাষনে এসব কথা বলেন। তিনি আরো বলেন একাত্তরে জনগণ যখন দিকভ্রান্ত কিংকর্তব্যবিমূঢ় শেখ মুজিব কারাগারে আর মাওলানা ভাসানী আত্মগোপনে তখন শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে সকলকে যুদ্ধে ঝাপিয়ে পড়ার কথা বলেন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন প্রিন্সের সভাপতিত্বে গোপালপুর উপজেলা ও পৌর শাখা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে থানা চত্বরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল তালুকদার ও পৌর সদস্য সচিব খন্দকার হেলালের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল,পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান,উপজেলা বিএনপির সম্পাদক কাজী লিয়াকত,সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, পৌর বিএনপির সম্পাদক মো:চান মিয়া,উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন,সদস্য সচিব বদিউজ্জামান রানা,পৌর আহবায়ক আব্দুল্লাহ আল মামুন,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল হক, উপজেলা মহিলা দলের সভানেত্রী নাজমা পারভীন,উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা জাসাস আহবায়ক শাহানূর আহমেদ সোহাগ,উপজেলা ছাত্রদল সভাপতি রোমান আহমেদ, পৌর ছাত্রদল সভাপতি মো: রোমান, কলেজ শাখা ছাত্রদল সম্পাদক মো : নাইম। অভিযান নিউজ টিভি সংবাদ টাঙ্গাইল।
                     
					
					
					
					
										
                    
                        
সংবাদটি শেয়ার করুন
                    
                    
					
					
					
					 
			 				   
				   	
			 
			 				   				
				
					
									
                    
                       আরো সংবাদ পড়ুন