জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বুধবার, ২০ আগস্ট, ২০২৫
-
১০
বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: মো. আল-আমীন, ময়মনসিংহ:
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে এক বিশেষ পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। আয়োজনে অংশগ্রহণকারীরা সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার পাশাপাশি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।অনুষ্ঠানটি ১৯ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ময়মনসিংহের ঐতিহাসিক জয়নুল আবেদিন পার্কে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হারুন-উর-রশীদ, উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, ময়মনসিংহ। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সুব্রত বর্মন, সাধারণ সম্পাদক, প্রতিজ্ঞা যুব সংগঠন ময়মনসিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জিল্লুর রহমান, এরিয়া কো-অর্ডিনেটর, অধিকার এখানে এখনই প্রকল্প, ব্র্যাক এবং জনাব জাহাঙ্গীর আলম, জেলা সমন্বয়কারী, ব্র্যাক।আলোচনা শেষে কার্যক্রম পরিচালনায় সভাপতিত্ব করেন মো: মামুন মিয়া, প্রতিষ্ঠাতা ও সভাপতি, প্রতিজ্ঞা যুব সংগঠন ময়মনসিংহ। আয়োজনে প্রতিজ্ঞা যুব সংগঠনের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং দিবসটিকে অর্থবহ করে তোলেন।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন