খুলনার দাকোপে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
-
৪
বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার
“অভয়াশ্রম গড়ে তুলি দেশী মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যে দাকোপে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন হয়েছে। কর্মসূচীর অংশ হিসাবে সোমবার সকালে উপজেলা পষিদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে চালনা বাজার প্রদক্ষিন করে। র্যালী শেষে উপজেলা হেড কোয়ার্টার জামে মসজিদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা সিনিময়র মৎস্য অফিসার প্রদীপ কুমার দাম। সভায় বক্তৃতা করেন দাকোপ থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা আকতারুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র উপজেলা সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম, চালনা পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচীব মোঃ আলামিন সানা, দাকোপ প্রেসক্লাবের নব-নিবাচিত সভাপতি মোঃ শামিম হোসেন, মৎস্য চাষী রাজিব সানাসহ দাকোপ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ, মৎস্য চাষী রাজিব সানাসহ বিভিন্ন এলাকা থেকে আগত মৎস্য চাষীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তৃতা করেন উপজেলা ফিশারিজ অফিসার বিপুল কুমার দাশ। অনুষ্ঠানে এ বছর মৎস্য চাষে সাফাল্যের স্বীকৃতি হিসাবে উন্নত মানের বাগদা পিএল উৎপাদনকারী প্রতিষ্ঠান রেড ষ্টার হ্যাচারী, সচেতন মৎস্য চাষী হিসাবে মোঃ সোহরাব হোসেন, সফল চিংড়ী চাষী রুহুল আমিন মিস্ত্রী এবং সফল কার্প মিশ্র চাষী হিসাবে খালিদ পাড়কে ক্রেস্ট দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মোঃ আলমাস হোসেন।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন