
গোলাম কিবরিয়া পলাশ,
ব্যুরো প্রধান ময়মনসিংহ,অভিযান নিউজ টিভি।
ময়মনসিংহ সদর উপজেলার কোতোয়ালী থানার চরনিলক্ষীয়া সাথীয়া পাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ফলের গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।ভুক্তভোগী মোঃ আবদুল রশিদ (৬৫), পিতা-মৃতঃ জয়নাল আবেদীন, অভিযোগ করেন যে, প্রতিবেশী মোঃ জিলহদ (৫২), পিতা-মৃতঃ সেবাদান মুন্সির সাথে তার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে।এ বিরোধের জেরে বিবাদী পক্ষ প্রায় ৩ হাত জমি দখল করে রেখেছে এবং তাকে ও তার পরিবারের সদস্যদের নিয়মিত ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছে।গত ৫ আগস্ট ২০২৫ ইং তারিখে সকাল আনুমানিক ৭টার দিকে বিবাদী জিলহদসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জন চরপুলিয়ামারী এলাকায় অবস্থিত রশিদের জমিতে ঢুকে ১৩টি লিচু গাছ কেটে ফেলে। এতে প্রায় এক লক্ষ বিশ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।অভিযোগে আরও বলা হয়, বিবাদীরা ঘটনাস্থলে রামদা, লাঠি ও সোটা হাতে নিয়ে ভুক্তভোগী পরিবারকে খুন করে লাশ গুম করার হুমকি দেয়। এতে ভুক্তভোগী ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।এ বিষয়ে ভুক্তভোগী আবদুল রশিদ স্থানীয়দের অবহিত করার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।