1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
বিয়েবার্ষিকীর দিন মৃত্যুদণ্ডাদেশ পেলেন শেখ হাসিনা ‘নো প্রোমোশন নো ওয়ার্ক’ কর্মসূচি বগুড়ার দুই কলেজে কর্মবিরতিতে শিক্ষা কার্যক্রম ব্যাহত আশঙ্কা মহানগরী জামায়াতের পক্ষ থেকে বই উপহার দিয়ে বিদায়ী ডিসিকে শুভেচ্ছা খুলনায় ১”ঘণ্টার ব্যবধানে ৪”জনকে গু’লি ও গ’লা কেটে হ’ত্যা. কুমিল্লা টাউন হলে চৌধুরী সায়মা ফেরদৌসীর বক্তব্য: মনিরুল হক চৌধুরীর পক্ষে ‘জেন-জি জোয়ার’ সৃষ্টি হওয়ার প্রত্যাশা আন্দোলনরত অবস্থায় শিক্ষিকা ফাতেমা আক্তার মারা গেছেন কুয়েতে “কুমিল্লা বিভাগ” নামে পরিপত্র জারিপূর্বক প্রশাসনিক কার্যক্রম চালুর দাবি খুলনায় পুলিশ সদস্যদের জন্য আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ ভিজিট করলেন আইজিপি বরিশাল বিভাগের শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের হিসাব রক্ষণ কর্মকর্তার ‘১৭ কোটি টাকার ও সম্পদ কোথা থেকে পেল ঝিনাইগাতীর গারো পাহাড়ে ২১ কিলোমিটার হাফ ম্যারাথন

ঝিনাইগাতীতে সাংবাদিকের ওপর হামলা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি মারুফ হাসান নাঈম 

শেরপুরের ঝিনাইগাতীতে মো. খোরশেদ আলম নামের এক সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক খোরশেদ আলম দৈনিক ইত্তেফাক পত্রিকার ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত রয়েছেন। বর্তমানে তিনি শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সাংবাদিকরা জানান, সাংবাদিক খোরশেদ আলম সন্ধ্যাকুড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে আগে থেকে ওৎ পেতে থাকা একদল সন্ত্রাসী তার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শনিবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। হামলার শিকার সাংবাদিক মো. খোরশেদ আলম একাধিক মামলার আসামি ও চোরাকারবারি রাসেলের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘আমি ঝিনাইগাতী উপজেলার একাধিক মামলার আসামি ও চোরাকারবারি রাসেলের বিরুদ্ধে সংবাদ লিখতে তথ্য সংগ্রহ করার জন্য দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। এ কারণে আমাকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছিল। অবশেষে সেই হুমকি বাস্তবায়িত হলো। আমি ন্যায়বিচার প্রত্যাশা করছি।’ এ বিষয়ে অভিযুক্ত রাসেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমীন বলেন, ‘ঘটনাটি জানার পরই ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার সঙ্গে সম্পৃক্তদের শনাক্তসহ গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করা হয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।’ এদিকে, সাংবাদিক মো. খোরশেদ আলমের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকরা। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা। দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট