1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বিয়েবার্ষিকীর দিন মৃত্যুদণ্ডাদেশ পেলেন শেখ হাসিনা ‘নো প্রোমোশন নো ওয়ার্ক’ কর্মসূচি বগুড়ার দুই কলেজে কর্মবিরতিতে শিক্ষা কার্যক্রম ব্যাহত আশঙ্কা মহানগরী জামায়াতের পক্ষ থেকে বই উপহার দিয়ে বিদায়ী ডিসিকে শুভেচ্ছা খুলনায় ১”ঘণ্টার ব্যবধানে ৪”জনকে গু’লি ও গ’লা কেটে হ’ত্যা. কুমিল্লা টাউন হলে চৌধুরী সায়মা ফেরদৌসীর বক্তব্য: মনিরুল হক চৌধুরীর পক্ষে ‘জেন-জি জোয়ার’ সৃষ্টি হওয়ার প্রত্যাশা আন্দোলনরত অবস্থায় শিক্ষিকা ফাতেমা আক্তার মারা গেছেন কুয়েতে “কুমিল্লা বিভাগ” নামে পরিপত্র জারিপূর্বক প্রশাসনিক কার্যক্রম চালুর দাবি খুলনায় পুলিশ সদস্যদের জন্য আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ ভিজিট করলেন আইজিপি বরিশাল বিভাগের শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের হিসাব রক্ষণ কর্মকর্তার ‘১৭ কোটি টাকার ও সম্পদ কোথা থেকে পেল ঝিনাইগাতীর গারো পাহাড়ে ২১ কিলোমিটার হাফ ম্যারাথন

নরসিংদীর শিবপুরে হত্যা মামলার আসামি মোবারক গং দের বিরুদ্ধে চাঁদাবাজি ও নাশকতার অভিযোগ: গুলি ও ককটেল বিস্ফোরণ এলাকায়আতঙ্ক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি।

নরসিংদীর শিবপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ খান হত্যা মামলার আসামি মোবারক হোসেন জামিনে এসে আবারও বেপরোয়া হয়ে উঠেছেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি তিনি এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে প্রকাশ্যে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছেন। এ ঘটনায় শিবপুর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (১৩ আগস্ট) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের পাট্টার পার গ্রামের ব্যবসায়ী মো. জামাল উদ্দিন খোকার ওয়েস্টেজ প্রতিষ্ঠানের সামনে মোবারক হোসেন ও তার ১০-১৫ জন সহযোগী মোটরসাইকেল নিয়ে আসেন। এ সময় তারা খোকার কাছে চাঁদা দাবি করেন।
​একপর্যায়ে খোকাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছোড়ে এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়, যা পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে দেয়। এই ঘটনার খবর পেয়ে শিবপুর থানার এসআই রাকিব হাসান দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি এলাকা পরিদর্শন করে দুটি তাজা ককটেল উদ্ধার করেন।ভুক্তভোগী ব্যবসায়ী জামাল উদ্দিন খোকা জানান, মোবারক হোসেন গং বেশ কিছুদিন ধরেই তাকে হুমকি দিয়ে আসছিলেন। এর আগে মদিনা মেইন গেটের পূর্ব পাশে নুরুল ইসলামের দোকানের সামনে মোবারক প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বের করে তাকে ভয় দেখান। বুধবারের হামলার পর তিনি কোনোমতে জীবন নিয়ে পালিয়ে এসেছেন। খোকা জানান, সন্ত্রাসীরা তাকে খুন করে লাশ গুম করে ফেলার হুমকিও দিয়েছে।
​এলাকাবাসী জানান, মোবারক জামিনে আসার পর থেকেই তার সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে গেছে। চাঁদাবাজি, হুমকি-ধমকি এবং প্রকাশ্যে অস্ত্র ব্যবহারের কারণে তারা আতঙ্কে রয়েছেন। তাদের আশঙ্কা, যেকোনো মুহূর্তে আরও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
​নাশকতা ও হামলার ঘটনায় মোবারক হোসেন (৩০), তার সহযোগী মো. তুষার মিয়া (২৮) এবং বাদশা মিয়া (৩৫) সহ ১০-১৫ জন সন্ত্রাসীর বিরুদ্ধে শিবপুর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট