
তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি
নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলি ইউনিয়নের খাকচক গ্ৰামের মেয়ে “কেয়া” (২৫) তারই স্বামীর হাতে ঢাকা রাজধানীর শেওড়াপাড়ায় খুন হয় ।তারপর পালালেন স্বামী।গতকাল মধ্যরাতে রাজধানীর শেওড়া পাড়া এলাকায় কেয়া (২৫) নামে এক যুবতি মহিলাকে খুন করার অভিযোগ উঠেছে স্বামী সিফাত আলী (২৮) এর বিরুদ্ধে। কেয়ার মা জনাব নাজমা বেগম জানান, ওনার মেয়ের জামাতা সিফাত রাত সোয়া একটার দিয়ে ফোন দিয়ে বলে তাড়াতাড়ি বাসায় আসেন, কেয়া আর নেই। তারপর তিনারা বাসায় আসার সময় ওনাদের প্রথমে এক হাসপাতালের কথা বললেও পরে বিআরবি হাসপাতালে যেতে বলেন স্বামী সিফাত। কেয়ার পরিবার হাসপাতালে গিয়ে কেয়াকে মৃত অবস্থায় দেখেন। পান। কেয়া চার সন্তানের জননী। ১২ বছর আগে কেয়ার বিয়ে হয়। তার ৩ মেয়ে ও ১ ছেলে। সর্ব ছোট সন্তানের বয়স দেড় বছর। কেয়ার এক আত্মীয় জানান, হীন স্বার্থ চরিতার্থের জন্য বড় লোকের বখে যাওয়া এই ছেলে এই হত্যাকান্ড ঘটান। কেয়াকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়।কেয়ার বাবার বাড়ি রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের খাকচক গ্রামে। তার বাবার নাম আল মাহমুদ রফিক।দ্রত এ খুনের বিচার চায় এলাকাবাসী।