কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি রাফি গ্রেফতার
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
-
৬
বার পড়া হয়েছে

মো লুৎফুর রহমান রাকিব স্টাফ রিপোর্টার
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি মিনহাদুল হাসান রাফিকে গ্রেফতার করেছে কুমিল্লা ডিবি পুলিশ। শুক্রবার (১ আগস্ট) ভোররাতে ফেনীর মহিপাল এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিবি পুলিশের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার বিকেলে রাফিকে আদালতে পাঠানো হয়েছে।বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মিনহাদুল হাসান রাফি গোপনে কলকাতা থেকে কুমিল্লায় ফিরে আসেন। এ তথ্য জানতে পেরে কুমিল্লা ডিবি পুলিশ স্থানীয় পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে।রাফির বিরুদ্ধে বৈষম্যবিরোধী আইনে চারটি মামলা রয়েছে। ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণার পর তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকায় হঠাৎ করে মিছিল বের করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেন বলেও অভিযোগ রয়েছে।এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন