মোংলায় বিশ্ব বাঘ দিবস পালিত – জলবায়ুর অভিঘাত ও দূষণ’র কবল থেকে বাঘের আবাস্থল সুন্দরবন
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
-
৫
বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন -স্টাফ রিপোর্টার
জলবায়ু পরিবর্তনের অভিঘাত ও দূষণের কবল থেকে বাঘের আবাসস্থল সুন্দরবনকে বাঁচাও। বিষযুক্ত পানি পান করে বাঘ নানা রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগকারী ও বাঘ পাচারকারীদের রুখে দিতে হবে। সুন্দরবন বাঁচলে বাঘ বাঁচবে। সংকটাপন্ন বন্যপ্রাণী বাঘ রক্ষায় সমন্বিত উদ্যোগ ও পরিকল্পনা চাই। ২৯ জুলাই মঙ্গলবার সকালে মোংলা উপজেলা অডিটোরিয়ামে বিশ্ব বাঘ দিবসে “সুন্দরবন বাঁচাও, বাঘ বাঁচাও” শীর্ষক আলোচনা সভায় বক্তারা একথা বলেন। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটার কিপারের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, ও জিয়াউর রহমান ফাউন্ডেশন এর ডিরেক্টর কৃষিবিদ শামীমুর রহমান শামীম। এসময় বিভিন্ন স্কুল থেকে আগত শিশু, কিশোরীরা উপস্থিত থেকে চিত্র অঙ্কন প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানে অংশ গ্রহন করে পুরস্কার জিতে নেন।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন