ছাত্রলীগকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে কাঠালবাড়িতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শনিবার, ২৬ জুলাই, ২০২৫
-
৬
বার পড়া হয়েছে

শেখ জায়েদ মাদারীপুর প্রতিনিধি:
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে মাদারীপুরের শিবচর উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নে বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দল ও তরুণ দল।প্রায় দুই শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে এই বিক্ষোভ মিছিলটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজার ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক পথসভায় বর্তমান সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় বক্তব্য দেন দলের নেতারা।বিক্ষোভে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী তরুণ দলের মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা, শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনজিল রহমান শিহাব, তরুণ দলের স্থানীয় নেতৃবৃন্দ রাকিব শেখ, রাকিব শিকদার ও জাকির হাওলাদার।পথসভায় বক্তারা অভিযোগ করেন,ছাত্রলীগ নামধারী এই নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠী এখন শিবচরসহ সারাদেশে রাজনৈতিক ভয়ের পরিবেশ সৃষ্টি করছে। তারা মুক্তচিন্তা ও বিরোধী মতকে দমনে বেপরোয়া হয়ে উঠেছে।তারা আরও বলেন,গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলন কোনো বাধায় থামবে না। সরকারের লাঠিয়াল বাহিনী যতই হামলা করুক না কেন, জনগণ এবার আর পিছু হটবে না।বক্তৃতায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে রাজনৈতিক সন্ত্রাস, দমন-পীড়ন ও জবাবদিহিহীনতার অভিযোগও তোলা হয়।বিক্ষোভ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন। এলাকায় সাময়িক উত্তেজনা থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন