খুলনা জেলা বিএনপির সদস্য সচিব শেখ আবু হোসেন বাবু আগামী ৩০ জুলাই বুধবার থাইল্যান্ডের একটি ফ্লাইটে বাংলাদেশ আন্তর্জাতিক বিমান বন্দরে পৌছাবেন সন্ধ্যা ৬ টায়
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শনিবার, ২৬ জুলাই, ২০২৫
-
৫
বার পড়া হয়েছে
Oplus_16908288

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার
আপনারা সবাই ইতিমধ্যে অবগত আছেন যে,
খুলনা জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব জননেতা শেখ আবু হোসেন বাবু ভাই, দীর্ঘ ৭ মাস পর দেশে আসছেন ইনশাআল্লাহ, দেশের বাইরে উন্নত চিকিৎসা গ্রহণের পর, আগামী(৩০/০৭/২০২৫) ইং রোজ বুধবার থাইল্যান্ডের একটি ফ্লাইটে বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দরে বিকাল ৬ টায় পৌঁছানোর কথা রয়েছে,
এই দিনটিতে খুলনা জেলার বাবু ভাইয়ের শুভাকাঙ্ক্ষী দের সমন্বয়ে বিশেষ কর্মযজ্ঞ রাখা হয়েছে,যথা, (১) বিকাল ৬ টার পূর্বেই বিমানবন্দরে পৌঁছানো এবং বাবু ভাইকে রিসিভ করা। (২) (রাত ৯ টা ৩০ হতে ১০ টায় )আমরা যারা ঢাকায় যেতে না পারবো
ফকিরহাটের প্রবেশ দ্বার থেকে ভাইকে রিসিভ করব। (যাদের নিজস্ব মোটর গাড়ির ব্যবস্থা থাকবে)(৩) রাত ১০ টা ৩০ মিনিটের ভিতর আইজগাতী কেন্দ্রীয় জামে মসজিদে দোয়ায় শরিক হবো (এশার নামাজের পর হইতে মসজিদে বাবু ভাইয়ের আশু রোগ মুক্তি কামনা এবং বিশেষদোয়া অনুষ্ঠান চলমান থাকবে)
বাবু ভাই পৌঁছানোর পর দোয়ায় শরিক হবেন ইনশাআল্লাহ, বাবু ভাইয়ের সালাম নিন দলে দলে যোগ দিন, বাবু ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন