বগুড়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে অশ্লীল ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শনিবার, ২৬ জুলাই, ২০২৫
-
১৩
বার পড়া হয়েছে
Oplus_16908288

বগুড়ার নন্দীগ্রামে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক কিশোরীর অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সাকিব হোসেন (২১) নামের এক যুবকের বিরুদ্ধে।বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ৯ টার দিকে কিশোরীর অভিভাবক নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত সাকিব হোসেন উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বর্ষন গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।অভিযোগ সূত্রে জানা যায়,একই গ্রামের ওই কিশোরীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল সাকিব। একাধিকবার প্রেমের প্রস্তাব দিলেও মেয়েটি তা প্রত্যাখ্যান করে। এতে ক্ষিপ্ত হয়ে সাকিব কৌশলে মেয়েটির অশ্লীল ছবি ও ভিডিও তৈরি করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় এবং দাবি করে মেয়েটিকে সে বিয়ে করেছে।এছাড়া,ওই ছবি ও ভিডিও ব্যবহার করে মেয়েটির পরিবারকে বিয়ের জন্য চাপ দিতে থাকে সাকিব। অভিযোগে আরও বলা হয়, ২৪ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে ‘আর এস সাকিব চৌধুরী’ নামের একটি ফেসবুক আইডি থেকে কিশোরীর ছবি ও মানহানিকর পোস্ট শেয়ার করা হয়।এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাহারুল ইসলাম বলেন,অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন