1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিশু বলাৎকার কি দেশে কাদের মাধ্যমে বাড়ছে প্রতিনিয়ত ঝিনাইগাতীতে শিক্ষক ও কর্মচারী কল্যাণ পরিষদের বার্ষিক সভা অনুষ্ঠিত বাকৃবিতে নবনিযুক্ত নিরাপত্তা রক্ষীদের নতুন ইউনিফর্ম বিতরণ আইইউবিএটিতে অনুষ্ঠিত ‘ক্যারিয়ার ফেস্টিভ্যাল ২০২৫’—তরুণদের চাকরির স্বপ্নের সেতুবন্ধন বাংলাদেশ স্কাউটসে তিন শাখার সর্বোচ্চ অ্যাওয়ার্ড বিতরণ সম্পন্ন রূপসায় পুলিশ সদস্যের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা আমরা প্রতিটি ঘরে ঘরে ভলেন্টিয়ার তৈরি করছি’ এ্যাডভোকেট আবু বকর ছিদ্দিক বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় ঝিনাইগাতীতে কৃষকদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সময়সীমা পার, পিআইসি-গণশুনানির খবর নেই: শাল্লার কৃষকরা শঙ্কিত নন্দীগ্রামে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তির কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়

পাঁচ্চরের গোয়ালকান্দায় পরিত্যক্ত বাড়িতে নেশার আড্ডা, দিনমজুররাও জড়াচ্ছে নেশায়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন

মাদারীপুর জেলার শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের গোয়ালকান্দা গ্রামের তাকওয়া জামে মসজিদের পাশে একটি পরিত্যক্ত বসতবাড়ি এখন রূপ নিয়েছে মাদকসেবীদের নিয়মিত আড্ডাস্থলে। দীর্ঘদিন ধরে ফাঁকা পড়ে থাকা এ বাড়িটি দখল করে নিয়েছে স্থানীয় মাদকাসক্তদের একটি চক্র। সেখানে প্রতিদিন সন্ধ্যার পর গাঁজা, ফেনসিডিল, ইয়াবা ও বাবা সেবন করা হয় নির্দ্বিধায়।শুধু কিশোর-যুবকরাই নয়, মরণনেশার এই জালে আটকা পড়ছে সাধারণ দিনমজুররাও—যারা “দিন আনে দিন খায়”। নিজেদের রোজগারের টাকাও মাদকের পিছনে খরচ করে ফেলে তারা। এতে পরিবার যেমন ভেঙে যাচ্ছে, তেমনি গোটা এলাকায় তৈরি হয়েছে অস্থিরতা ও ভয়াবহতা।স্থানীয়রা জানিয়েছেন, এই চক্রটি এতটাই প্রভাবশালী যে, কেউ প্রতিবাদ করলে হুমকি দেওয়া হয়, এমনকি মারধর করার চেষ্টা চালায়। তাই কেউ সহজে মুখ খুলতে চায় না।একজন ভুক্তভোগী বলেন, “তাকওয়া মসজিদের পাশের ওই বাড়িটা এখন নেশার আসর হয়ে গেছে। আমার এক ভাই রাজমিস্ত্রি ছিল, এখন সারাদিন শুধু গাঁজা খায়। আমরা কিছু বললে ওরা উল্টো আমাদের দেখে নেওয়ার হুমকি দেয়।”স্থানীয়দের আশঙ্কা, ভবিষ্যৎ প্রজন্ম পুরোপুরি ধ্বংস হয়ে যাবে যদি এখনই কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়।এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহার বলেন, “ঘটনাটি আমাদের জানা ছিল না। তবে এখনই খোঁজ নিয়ে মাদকবিরোধী অভিযান চালানো হবে।”এলাকাবাসীর দাবি, অবিলম্বে ওই পরিত্যক্ত বাড়িটি ভেঙে ফেলা বা পুলিশি নজরদারির আওতায় আনা হোক। এবং মাদক চক্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট