1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করে হেলিকপ্টারে করে পালালেন ঝিনাইগাতীতে শীত আসার আগেই সবজি সরবরাহে এগিয়ে নন্দীগ্রামে টেকনিক্যাল কলেজে শিক্ষার্থী নবীন বরণ  নরসিংদীর সিভিল সার্জন ডাঃ সৈয়দ আমিরুল হক শামীম নরসিংদীবাসীর প্রত্যাশা খিদমাতুল উম্মাহ ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে দাকোপে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত খুলনায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার টাঙ্গাইলের গোপালপুরে হাট-বৈরাণের বৈরাণ নদীর ঘাটলায় গানে গানে পূর্ণিমা উদযাপন অনুষ্ঠিত চরাঞ্চলের প্রধান রাস্তাটির নির্মান কাজ ধরার জন্য এক মাসের আল্টিমেটাম দিয়েছে এলাকাবাসী ঝিনাইগাতীতে হাঁসের খামার গড়ে স্বপ্ন দেখছেন আব্দুস সামাদ খুলনার দাকোপে প্রতিপক্ষের হামলায় গৃহবধু নিহত

মধ্যনগরে পরিতাক্ত শিশু ও মায়ের মানবতার সেবায় মধ্যনগর প্রেসক্লাব 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

শংকর ঋষি সুনামগঞ্জ  জেলাপ্রতিনিধিঃ সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় বাকাতলা গ্রামের সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় কুড়িয়ে পাওয়া এক নবজাতক শিশু ও তার পালিত মায়ের  পাশে মানবতা ও সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছেন মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সোমবার (২১ জুলাই) দুপুরে নবজাতকের খোঁজখবর নিতে গিয়ে প্রেসক্লাবের নেতারা বাচ্চাটি ও তর পালিত মায়ের  জন্য নগদ অর্থ, বস্ত্রসামগ্রী ও খাদ্যসামগ্রী প্রদান করেন পালিত মায়ের হাতে। এ সময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল আউয়াল মিসবাহ সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা। গত ১৭ জুলাই সন্ধ্যার দিকে বাকাতলা গ্রামের একটি রাস্তার পাশে নবজাতক শিশুকে  পড়ে থাকতে দেখে স্থানীয়রা ছুটে যান। পরে শিশুটিকে বাঙালভিটা গ্রামের চিকিৎসক ডা. মোস্তফা মিয়া নিজের জিম্মায় নিয়ে যান এবং স্ত্রী মোছা. হাসিনা বেগমের সঙ্গে মিলেই শিশুটির লালন-পালন শুরু করেন।সরেজমিনে গিয়ে দেখা যায়, শিশুটি বর্তমানে সুস্থ আছে এবং নিরাপদে রয়েছে ডা. মোস্তফা মিয়ার পরিবারের কাছে।শিশুটির লালনকারী হাসিনা বেগম বলেন, আমার স্বামী রাস্তায় পড়ে থাকা এই অবুঝ শিশুটিকে বাড়িতে নিয়ে আসেন। আমি মায়ের মতো করে তাকে লালন-পালন করছি। সমাজ ও প্রশাসনের পক্ষথেকে আমাকে দায়িত্ব দিলে আমি আজীবন এই শিশুটিকে নিজের সন্তানের মতো করে মানুষ করতে চাই।সহায়তা প্রদানকালে প্রেসক্লাব সভাপতি আব্দুল আউয়াল মিসবাহ বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব। তার বেঁচে থাকার অধিকার রয়েছে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছি। আশা করি, রাষ্ট্র এবং সমাজ এই শিশুটির পাশে দাঁড়াবে। যেন সে সুস্থভাবে বেড়ে উঠতে পারে।এ সময় উপস্থিত স্থানীয় লোকজন ও পথচারীরাও সাংবাদিকদের এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন।মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও উজ্জ্বল রায় বলেন, এই নিয়ে আমরা উপজেলায় একটি মেটিং করেছি, সিদ্ধান্ত হয়েছে শিশুটিকে সরকারি তত্যবধানে সমাজ কল্যান মন্ত্রনালয়ে অধিনে পরিচালিত সিলেটে শিশু মনোনিবেশ কেন্দ্রে পাটিয়ে দিব। এইদিকে বাচ্চার দাবিদার এক মহিলা এসেছে তাক বলেছি  যদি উপযুক্ত প্রমান দিয়ে সেখান থেকে নিয়ে আসার জন্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট